Ladakh Village Viral: হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও

Last Updated:

লেহ-র যে উমলা গ্রামে (Umla village of Leh) তাঁদের বাড়ি, সেখানে তাপমাত্রা শূন্যের নীচে থাকাই দস্তুর

লেহ: রাস্তার পাশে ট্যাপের মুখ থেকে পড়া পরিস্রুত পানীয় জল৷ একরত্তি খুদে এবং তার ঠাকুমার কাছে সেটাই অমূল্য৷ কারণ লেহ-র যে উমলা গ্রামে (Umla village of Leh) তাঁদের বাড়ি, সেখানে তাপমাত্রা শূন্যের নীচে থাকাই দস্তুর৷ তাই হাতের কাছে জলের ধারা পেয়ে ঠাকুমা-নাতনি দু’জনের মুখেই স্বর্গীয় আনন্দ৷
দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে পরিস্রুত পানীয় জল বয়ে আনাতেই অভ্যস্ত ছিলেন উমলা গ্রামের বাসিন্দারা৷ এখন, লাদাখের (Ladakh) ৬০ টি গ্রামের মধ্যে যে ১২ টিতে হিমাঙ্কের নীচেও ট্যাপ থেকে পানীয় জল পাওয়া যাচ্ছে তার মধ্যে উমলা অন্যতম৷
আরও পড়ুন : ঝলমলে চুল ও ঝকঝকে ত্বক পেতে ডায়েটে থাকুক এই উপাদান
সম্প্রতি উমলা গ্রামের এই দুই বাসিন্দার ছবি ট্যুইট করেছেন ‘জল জীবন মিশন’-এর ডিরেক্টর ভরত লাল৷ ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘জল জীবন মিশন (Jal Jeevan Mission) জীবনকে পরিবর্তন করছে৷ লাদাখের লেহ জেলার ১২ টি গ্রামের মধ্যে উমলা একটি, যেখানে হিমাঙ্কের নীচে তাপমাত্রাতেও ট্যাপ ওয়াটারের যোগান নিশ্চিত করা গিয়েছে৷ এই ছোট্ট মেয়ে এবং তার ঠাকুমার মুখের হাসিই প্রকৃত তৃপ্তি৷’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : ক্যাভিটিমুক্ত দাঁত থেকে মজবুত হাড়, চিজের সুফল নিন চিনে
লে-র প্রত্যন্ত গ্রাম উমলার সঙ্গে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাও ঠিকমতো নেই৷ জল জীবন মিশনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যুইটবার্তায় জানা গিয়েছে, স্থানীয় প্রশাসন আকাশপথে লেহ-র বিভিন্ন অংশে নির্মাণ-উপকরণ পাঠিয়েছে, যাতে ট্যাপ ওয়াটারে যোগান নিশ্চিত করা যায়৷
আরও পড়ুন : নিয়ন্ত্রণ করে উচ্চরক্তচাপ ও মধুমেহ, শীতের ডায়েটে রাখতেই হবে রসুন
গত মাসে এই জল জীবন মিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আখ্যা দিয়েছেন গ্রাম ও নারী চালিত উদ্যোগ হিসেবে৷ গ্রাম পঞ্চায়েত এবং পানি সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা গ্রামাঞ্চল চালিত এবং মহিলা চালিত উদ্যোগ৷ গণ উদ্যোগ এবং জনসাধারণের অংশগ্রহণই এর মূল ভিত্তি৷’’
advertisement
উমলা গ্রামের ঠাকুমা ও নাতনির স্বতঃস্ফূর্ত অনাবিল আনন্দের ছবিতে উচ্ছ্বসিত নেটিজেনরা৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ladakh Village Viral: হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement