TRENDING:

North Bengal Food Recipe: উত্তরের খাবার দক্ষিণের হেঁসেলে! ডালপুরি তো অনেক হল এবার বানান ক্ষীরপুরি

Last Updated:

শুধু দোকান নয় সহজ এই উপায়ে বাড়িতেও খাবার জন্য তৈরি করতে পারবেন এই ক্ষীরপুরি। সাদা তেলে ময়দা আটা মাখানোর পর তার ভেতর চাল ও গুড় মাখানো ক্ষীর দেওয়া হয়। এরপর সুন্দরভাবে চারিদিকে ফুলের মত সাজিয়ে ছাড়া হয় ফুটন্ত তেলে। ভেজে নেওয়ার পর চিনির তৈরি রসে ঢেলে তৈরি করা হয় রসালো ক্ষীরপুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তরকারি দিয়ে ডালপুরি তো অনেক খেয়েছেন তবে খেয়েছেন কী রসালো ক্ষীরপুরি। না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখুন স্বাদে ভরপুর মালদহের রসালো এই ক্ষীরপুরি। মাত্র ৫ টাকায় মালদহের ইংরেজবাজারের শোভানগর এলাকায় দোকানে তৈরি করে এই ক্ষীরপুরি বিক্রি করছেন মিষ্টি বিক্রেতা নিখিল দাস।
advertisement

তাঁর এই ক্ষীরপুরি খেতে ভিড় জমছে খাদ্য রসিকদের। চাল ও গুড়ের বিশেষ ক্ষীর দিয়ে তৈরি করা হয় গোলাকার ফুলের মত দেখতে এই ক্ষীরপুরি। এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে এই ক্ষীরপুরির। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এই ক্ষীরপুরি খেতে আসেন দোকানে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

মিষ্টি বিক্রেতা নিখিল দাস জানান, “শুধু দোকান নয় সহজ এই উপায়ে বাড়িতেও খাবার জন্য তৈরি করতে পারবেন এই ক্ষীরপুরি। সাদা তেলে ময়দা আটা মাখানোর পর তার ভেতর চাল ও গুড় মাখানো ক্ষীর দেওয়া হয়। এরপর সুন্দরভাবে চারিদিকে ফুলের মত সাজিয়ে ছাড়া হয় ফুটন্ত তেলে। ভেজে নেওয়ার পর চিনির তৈরি রসে ঢেলে তৈরি করা হয় রসালো ক্ষীরপুরি।”

advertisement

View More

আরও পড়ুনSnacks: গ্রামের রেস্তোরাঁতে রমরম করে বিক্রি হচ্ছে পিৎজা-বার্গার, স্বপ্নপূরণ হচ্ছে দম্পতির

আজও অনেকে ব্রেকফাস্টে খেয়ে থাকেন ডালপুরি। তবে মালদহের রসালো বিখ্যাত এই ক্ষীরপুরি বিকল্প স্বাদের চাহিদা মেটাচ্ছে খাদ্য রসিকদের। শুধু দোকানে নয় এবারে সহজ এই উপায়ে বাড়িতেও তৈরি করতে পারবেন এই ক্ষীরপুরি।

সেরা ভিডিও

আরও দেখুন
ডিউটি সামলে গড়েন ছৌ মুখোশ! বাঘমুন্ডির সিভিক ভলান্টিয়ারের শিল্পী সত্ত্বায় মুগ্ধ জঙ্গলমহল
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Food Recipe: উত্তরের খাবার দক্ষিণের হেঁসেলে! ডালপুরি তো অনেক হল এবার বানান ক্ষীরপুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল