যদি নিয়ম করেই এই ভেষজ ফুল গাছটির ব্যবহার করতে শুরু করেন তাহলে আপনার জীবন হবে রোগমুক্ত ও স্বাস্থ্যজ্বল।আয়ুর্বেদ শাস্ত্র মতে, এই ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা পান করলে দুশ্চিন্তা দূর হয়। কমবে অ্যাংজাইটিও।গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগে এই নয়নতারা। এই নয়ন তারার শাখা প্রশাখা, পাতা,ফুল সমস্ত কিছুই ভীষণ উপযোগী। প্রেসার ,সুগার হাইপারটেনশন সমস্ত কিছুর মহা-ওষুধ এই নয়নতারা।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল দূর করে! ওজন কমায়! এই আলু খেলেই বহু রোগে মুক্তি! জানুন চিকিৎসকের মত
বোলতা, ভীমরুল, মৌমাছি যে কোন হুলের জ্বালা ও কামড়ে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী এই নয়নতারা গাছের পাতা। যেকোনও ধরনে শরীরের ক্ষত দূর করতে নয়নতারার কচি ডাল ও পাতা বেটে ক্ষতস্থানে লাগান। ম্যাজিকের মত সেরে যাবে যে কোন ঘা।এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ এই ধরনের রোগেও এই নয়ন তারা গাছের টাটকা মূলের রস সকালে খালি পেটে ভীষণ উপযোগী। শুধু তাই নয় বাচ্চাদের বুদ্ধি বাড়াতে ব্রেনোলিয়ার মতোই কাজ করে এই নয়নতারা। তাই বাড়িতে আজই লাগান এই নয়ন তারার গাছ।
পিয়া গুপ্তা





