দামাই হল খাস জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি পেশাগত জাতি। তারা ৪৫টি উপগোষ্ঠী নিয়ে গঠিত। এই জনজাতির লোকেরা যে উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত তার উপর ভিত্তি করে তারা তাদের পদবী নির্ধারিত করে।এই বর্ণের লোকেরা ঐতিহ্যগতভাবে দর্জি এবং সঙ্গীতশিল্পী হয়। তারা নওমতি বাজা ব্যবহারে পারদর্শী হয়। নওমতি বাজা হল নয়টি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের একটি সমাহার। দমাই কথাটি এসেছে বাদ্যযন্ত্র দামাহা থেকে। ঐতিহ্যগত মর্যাদার কারণে শুধুমাত্র কামি, দামাই এবং সারকিকে কয়েকটি প্রসঙ্গে খাস উপজাতির তকমা দেওয়া হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বর্তমানে পাহাড়ের জনজাতি এবং তাদের বিভিন্ন ঐতিহ্যকে জানতে দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু পর্যটক। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ভানু পারিকর দামাই জগজাতির বিশেষ কিছু ঐতিহ্য রয়েছে তাদের ব্যবহৃত নওমতি বাজা যা মূলত নয়টি বাদ্যযন্ত্রের সমাহার যার মধ্যে রয়েছে দামা,তাম্বো, ঢোলক, সুরনাই ,নারসিঙ্গা সহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্র। খুশির দিনে মূলত বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য দিনগুলিতে এ বাদ্যযন্ত্র ছাড়া তাদের যেকোনও কাজ অসম্পন্ন। খুশির দিন হোক বা দুঃখের দিন এই বাজনা আমাদের ঐতিহ্য।
আরও পড়ুন: সস্তায় ঘুরে আসুন কলকাতার কাছের এই পাঁচ জায়গা থেকে! পিকনিকের জন্যেও দারুণ স্পট!
তবে এ ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যাচ্ছে দামাই জনজাতির ঐতিহ্যবাহী এই নওমতি বাজা। পুরনো দিনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুলি বর্তমান যুবসমাজ অনেকাংশেই এর ব্যবহার জানেনা। সেই অর্থেই পুরনো সেই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
সুজয় ঘোষ