TRENDING:

Mouni Roy’s Griha Pravesh: সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল

Last Updated:

Mouni Roy’s Griha Pravesh: গৃহপ্রবেশ উপলক্ষেও মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তাঁর সৌন্দর্য ও সারল্য যেন বাধ্য করে আবার প্রেমে পড়তে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : অভিনেত্রী মৌনী রায়ের জমকালো বিয়ের আসর নজর কেড়েছিল নেটিজেনদের৷ বিয়ের আসরের সজ্জা থেকে অতিথিদের তালিকা, বিশেষত মৌনীর নিজের সাজ হয়ে উঠেছিল চর্চার বিষয়৷ একে অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুরজ নাম্বিয়ার ও মৌনী বিবাহের শপথ নিয়েছেন মালয়লি ও বাংলা দুই রীতিতেই৷(Mouni Roy at her Griha Pravesh ceremony)
মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন
মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন
advertisement

বিয়ের পর সুরজ ও মৌন মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীরের গুলমার্গে৷ মুম্বইয়ে কিছু দিন কাটানোর পর এ বার মৌনীর গৃহপ্রবেশের পালা৷ বিয়ের পর গৃহপ্রবেশ উপলক্ষেও মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তাঁর সৌন্দর্য ও সারল্য যেন বাধ্য করে আবার প্রেমে পড়তে৷

বেঙ্গালুরুতে গৃহপ্রবেশের পুজোয় জমকালো লাল বেনারসিতে সেজেছিলেন মৌনী৷ সঙ্গে ছিল টেম্পল জুয়েলারি৷ অলঙ্কার বিশেষজ্ঞ চৈতন্য ভি কোঠা সাহায্য করেছেন মৌনীকে অলঙ্কার বেছে নিতে৷ অলঙ্কার সম্বন্ধে মৌনী সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই কণ্ঠভূষণের বিশেষত্ব আছে৷

advertisement

আরও পড়ুন : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে

কণ্ঠহারের ঠিক মাঝখানে নববিবাহিত দম্পতির মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে কারুকাজে৷ তাঁদের ঘিরে আছে একজোড়া ময়ূর৷ ভারী কণ্ঠহারের সঙ্গে মৌনীর কানের দুলও নজরকাড়া৷ অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, মৌনীর অলঙ্কার-পছন্দ বেশ অন্যরকমের৷ তাঁর পছন্দ অপছন্দের সঙ্গে তাল মিলিয়েই অলঙ্কার তৈরি করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব

আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে তাঁর দক্ষিণ ভারতীয় ঘরানায় বিয়ের সময় মৌনী সেজেছিলেন সোনার টেম্পল জুয়েলারিতে৷ তাঁর চোকার, লম্বা হার, মাথাপাটি, ঝুমকো, কড়া, কোমরবন্ধ-সহ সব স্বর্ণালঙ্কার আদায় করে নিয়েছিলেন অনুরাগী ও অনুরাগিণীদের মুগ্ধতা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy’s Griha Pravesh: সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল