বিয়ের পর সুরজ ও মৌন মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীরের গুলমার্গে৷ মুম্বইয়ে কিছু দিন কাটানোর পর এ বার মৌনীর গৃহপ্রবেশের পালা৷ বিয়ের পর গৃহপ্রবেশ উপলক্ষেও মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তাঁর সৌন্দর্য ও সারল্য যেন বাধ্য করে আবার প্রেমে পড়তে৷
বেঙ্গালুরুতে গৃহপ্রবেশের পুজোয় জমকালো লাল বেনারসিতে সেজেছিলেন মৌনী৷ সঙ্গে ছিল টেম্পল জুয়েলারি৷ অলঙ্কার বিশেষজ্ঞ চৈতন্য ভি কোঠা সাহায্য করেছেন মৌনীকে অলঙ্কার বেছে নিতে৷ অলঙ্কার সম্বন্ধে মৌনী সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই কণ্ঠভূষণের বিশেষত্ব আছে৷
advertisement
আরও পড়ুন : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে
কণ্ঠহারের ঠিক মাঝখানে নববিবাহিত দম্পতির মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে কারুকাজে৷ তাঁদের ঘিরে আছে একজোড়া ময়ূর৷ ভারী কণ্ঠহারের সঙ্গে মৌনীর কানের দুলও নজরকাড়া৷ অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, মৌনীর অলঙ্কার-পছন্দ বেশ অন্যরকমের৷ তাঁর পছন্দ অপছন্দের সঙ্গে তাল মিলিয়েই অলঙ্কার তৈরি করা হয়েছে৷
আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব
এর আগে তাঁর দক্ষিণ ভারতীয় ঘরানায় বিয়ের সময় মৌনী সেজেছিলেন সোনার টেম্পল জুয়েলারিতে৷ তাঁর চোকার, লম্বা হার, মাথাপাটি, ঝুমকো, কড়া, কোমরবন্ধ-সহ সব স্বর্ণালঙ্কার আদায় করে নিয়েছিলেন অনুরাগী ও অনুরাগিণীদের মুগ্ধতা৷