TRENDING:

Meghalaya Tourism: পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে

Last Updated:

Meghalaya Tourism: অসামান্য পরাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ বার পছন্দের মাপকাঠির তালিকায় যোগ হল নিষিদ্ধ এক আকর্ষণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং : বাঙালি পর্যটকদের কাছে মেঘালয় খুবই পছন্দের গন্তব্য৷ প্রতি বছরই পর্যটনের মরশুমে মেঘালয়ের পাকদণ্ডীতে ভিড় জমান ভ্রমণপিপাসুরা৷ অসামান্য পরাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ বার পছন্দের মাপকাঠির তালিকায় যোগ হল নিষিদ্ধ এক আকর্ষণ৷
advertisement

মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্য জুড়ে এ বার আইনসিদ্ধ করে দেওয়া হবে জুয়া ও অনলাইন বেটিংকে৷ তবে এটা শুধুই পর্যটকদের জন্য৷ স্থানীয় বাসিন্দারা দুটোর কোনওটাতেই অংশ নিতে পারবেন না৷ গত ২১ এপ্রিল মেঘালয়ের আইন এবং কর দফতরের মন্ত্রী জেমস পি কে সাংমা এই ঘোষণা করেছেন৷ এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘শিলং টাইমস’-এ৷

advertisement

প্রতিবেদন অনুযায়ী, মেঘালয়কে অনলাইন গেমিং, অনলাইন বেটিং-এর কেন্দ্র বানাতে প্রস্তুতি শুরু হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে৷ রিপোর্ট অনুযায়ী, অতীতে গ্যাম্বলিং ও অনলাইন বেটিংপ্রেমীদের কাছে মেঘালয় ছিল খুবই পছন্দের জায়গা৷ মনে করা হচ্ছে, এই পরিবর্তনের ফলে কর্মসংস্থান হবে, আয়করের ক্ষেত্রে সুরাহা হবে৷ তাই ‘পারদর্শিতার খেলা’ এবং ‘সুযোগের খেলা’ হিসেবে পরিচিত গ্যাম্বলিং ও বেটিং-এর সুযোগ থাকবে অনলাইন ও অফলাইন, দু’ভাবেই৷

advertisement

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ফুটছে, হিটস্ট্রোক থেকে বাঁচতে মনে রাখুন এই নিয়মগুলি

তবে মন্ত্রী সংমা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার এ ক্ষেত্রে নিয়ন্ত্রক হবেন মাত্র৷ এই দুই গেম চালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের আর কোনও ভূমিকা থাকবে না৷ একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘আইনসিদ্ধ হলেও গ্যাম্বলিং এবং গেমিং থাকবে শুধুমাত্র পর্যটকদের জন্যই৷ মেঘালয়বাসীরা এতে অংশ নিতে পারবেন না৷’’

advertisement

আরও পড়ুন : তীব্র তাপপ্রবাহেই চলছে অফলাইন স্কুল, কী করে সুস্থ রাখবেন আপনার সন্তানকে?

আরও পড়ুন : স্বমেহন আর ফোর প্লেতেই লুকিয়ে দ্রুত বীর্যপাতের সমাধান? জানুন বিশেষজ্ঞের মত

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই অনলাইন এবং অফলাইন খেলায় অংশ নিতে গেলে পর্যটকদের ব্যাঙ্কে প্রয়োজনীয় ‘কেওয়াইসি’ বা ‘নো ইউর কাস্টমার’ জমা দিতে হবে৷ আইনসিদ্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ হলে মেঘালয় হবে তৃতীয় রাজ্য এই তালিকায়৷ তাদের আগে সিকিম ও নাগাল্যান্ডও অনলাইন এবং অফলাইন গ্যাম্বলিং বেটিংকে আইনসিদ্ধ করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meghalaya Tourism: পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল