TRENDING:

Make Up Tips in Monsoon : এই কৌশল মেনে চলুন, প্রবল বর্ষাতেও আপনার মেকআপ থাকবে অক্ষত

Last Updated:

Make Up Tips in Monsoon : মাথা খাটানোর দরকার নেই। বৃষ্টির হাত থেকে মেকআপ বাঁচাতে হলে ওয়াটারপ্রুফ মেকআপই ভরসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ষার মতো সুন্দর আর কী আছে! এই নিয়ে অজস্র কবিতাও লিখেছেন কবিরা। কিন্তু বৃষ্টি মাথায় বাইরে বেরলেই সব ফ্যান্টাসি উধাও। কোথাও হাঁটু জল তো কোথাও প্যাচপ্যাচে কাদা। এর ওপর যদি আরও একদফা বৃষ্টি আসে তাহলে জামাকাপড় তো ভিজবেই, সঙ্গে মেকআপও। গলে, ঘেঁটে মুখের যাচ্ছেতাই অবস্থা। এ থেকে বাঁচার উপায়?
Make Up Tips in Monsoon
Make Up Tips in Monsoon
advertisement

সবকিছু ওয়াটারপ্রুফ : হ্যাঁ, এটার জন্য মাথা খাটানোর দরকার নেই। বৃষ্টির হাত থেকে মেকআপ বাঁচাতে হলে ওয়াটারপ্রুফ মেকআপই ভরসা। প্রায় সব নামীদামী ব্র্যান্ডেরই ওয়াটারপ্রুফ মেকআপ রয়েছে। তবে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহারের আগে ত্বকে ফাউন্ডেশন ভালো করে ড্যাব করে নিতে হয়। তাছাড়া বর্ষায় ওয়াটারপ্রুফ মাস্কারাও অপরিহার্য। এবার আচমকা বৃষ্টি নামলেও জলে ধুয়ে বিপত্তি পোয়াতে হবে না! মেকআপ থাকবে যথাযথ।

advertisement

জল ভিত্তিক ময়েশ্চারাইজার : তেল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলি ত্বকে আলাদা রকমের উজ্জ্বলতা এনে দেয়। ব্যাপক আর্দ্রতা এবং ঘামের মধ্যেও মেকআপ ঘেঁটে যায় না। জল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলো হালকা। ত্বকের ছিদ্রকে খোলা রাখতে সাহায্য করে। ফলে ঘাম হলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে কিন্তু মেকআপ নষ্ট হয় না। তবে খুব ঘাম হলে হাতের কাছে টিস্যু পেপার রাখাই ভালো।

advertisement

আরও পড়ুন :  এক বাটিতেই কমবে ওজন, মিলবে সব পুষ্টি, কীভাবে? জানুন উপায়

ম্যাটিফাইং : যে কোনও ফাউন্ডেশন/বেস ব্লচিং এড়াতে, সর্বোত্তম প্রতিকার হল ম্যাটিফাইং পাউডার দিয়ে মুখ ড্যাব করে নেওয়া। এটা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়।

সঠিক উপায়ে প্রাইমিং : বর্ষায় আদ্রতার মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য ময়েশ্চারাইজার এবং ফাউন্ডেশন প্রয়োগের আগে একটি সুন্দর, স্বচ্ছ প্রাইমার ব্যবহার করতে হবে। বোল্ড চোখ চাইলে আইশ্যাডো প্রাইমারও বেছে নেওয়া যায়।

advertisement

আরও পড়ুনঘন ঘন প্রেমে পড়তে ইচ্ছে করে? আপনি এই রোগের শিকার নন তো?

সেট, স্প্রে, গো : বর্ষার মেকআপ প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটি সেটিং স্প্রে ব্যবহার করা। সঠিক স্প্রে এবং মিস্ট ব্যবহারই মেকআপ অক্ষত রাখার চাবিকাঠি। সেটিং স্প্রে-টি মুখ থেকে প্রায় ৬ ইঞ্চি দূরে রেখে মুখের দুদিকেই অন্তত ৩ বার স্প্রে করতে হবে।

advertisement

আরও পড়ুন :  চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনেক ফ্যাশনিস্তাই বর্ষাকাল পছন্দ করেন না। কারণ মেকআপ ধুয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে পণ্য নির্বাচন এবং তার প্রয়োগের স্মার্ট কৌশলেই লুকিয়ে রয়েছে বর্ষাকালে মেকআপ অক্ষত রাখার রহস্য। তাহলেই এই আর্দ্র ঋতুর উত্তেজনাপূর্ন আভায় ভাসিয়ে দেওয়া যাবে নিজেকে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make Up Tips in Monsoon : এই কৌশল মেনে চলুন, প্রবল বর্ষাতেও আপনার মেকআপ থাকবে অক্ষত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল