সবকিছু ওয়াটারপ্রুফ : হ্যাঁ, এটার জন্য মাথা খাটানোর দরকার নেই। বৃষ্টির হাত থেকে মেকআপ বাঁচাতে হলে ওয়াটারপ্রুফ মেকআপই ভরসা। প্রায় সব নামীদামী ব্র্যান্ডেরই ওয়াটারপ্রুফ মেকআপ রয়েছে। তবে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহারের আগে ত্বকে ফাউন্ডেশন ভালো করে ড্যাব করে নিতে হয়। তাছাড়া বর্ষায় ওয়াটারপ্রুফ মাস্কারাও অপরিহার্য। এবার আচমকা বৃষ্টি নামলেও জলে ধুয়ে বিপত্তি পোয়াতে হবে না! মেকআপ থাকবে যথাযথ।
advertisement
জল ভিত্তিক ময়েশ্চারাইজার : তেল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলি ত্বকে আলাদা রকমের উজ্জ্বলতা এনে দেয়। ব্যাপক আর্দ্রতা এবং ঘামের মধ্যেও মেকআপ ঘেঁটে যায় না। জল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলো হালকা। ত্বকের ছিদ্রকে খোলা রাখতে সাহায্য করে। ফলে ঘাম হলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে কিন্তু মেকআপ নষ্ট হয় না। তবে খুব ঘাম হলে হাতের কাছে টিস্যু পেপার রাখাই ভালো।
আরও পড়ুন : এক বাটিতেই কমবে ওজন, মিলবে সব পুষ্টি, কীভাবে? জানুন উপায়
ম্যাটিফাইং : যে কোনও ফাউন্ডেশন/বেস ব্লচিং এড়াতে, সর্বোত্তম প্রতিকার হল ম্যাটিফাইং পাউডার দিয়ে মুখ ড্যাব করে নেওয়া। এটা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়।
সঠিক উপায়ে প্রাইমিং : বর্ষায় আদ্রতার মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য ময়েশ্চারাইজার এবং ফাউন্ডেশন প্রয়োগের আগে একটি সুন্দর, স্বচ্ছ প্রাইমার ব্যবহার করতে হবে। বোল্ড চোখ চাইলে আইশ্যাডো প্রাইমারও বেছে নেওয়া যায়।
আরও পড়ুন : ঘন ঘন প্রেমে পড়তে ইচ্ছে করে? আপনি এই রোগের শিকার নন তো?
সেট, স্প্রে, গো : বর্ষার মেকআপ প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটি সেটিং স্প্রে ব্যবহার করা। সঠিক স্প্রে এবং মিস্ট ব্যবহারই মেকআপ অক্ষত রাখার চাবিকাঠি। সেটিং স্প্রে-টি মুখ থেকে প্রায় ৬ ইঞ্চি দূরে রেখে মুখের দুদিকেই অন্তত ৩ বার স্প্রে করতে হবে।
আরও পড়ুন : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?
অনেক ফ্যাশনিস্তাই বর্ষাকাল পছন্দ করেন না। কারণ মেকআপ ধুয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে পণ্য নির্বাচন এবং তার প্রয়োগের স্মার্ট কৌশলেই লুকিয়ে রয়েছে বর্ষাকালে মেকআপ অক্ষত রাখার রহস্য। তাহলেই এই আর্দ্র ঋতুর উত্তেজনাপূর্ন আভায় ভাসিয়ে দেওয়া যাবে নিজেকে।