Falling in Love : প্রেম ছাড়া থাকতেই পারেন না? ঘন ঘন প্রেমে পড়তে ইচ্ছে করে? আপনি এই রোগের শিকার নন তো?

Last Updated:
Falling in Love : রসিকতা করা হলেও এ আসলে এক রকমের মনোরোগ৷ পোশাকি নাম ‘ইরোটোম্যানিয়া’৷
1/7
অনেকেরই মনে হয় পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রেমে পড়া বারণ নয় ৷ বরং প্রেম ছাড়া তাঁরা থাকতেই পারে না ৷ মজা করে বলা হয় তাঁদের প্রেম পায়! রসিকতা করা হলেও এ আসলে এক রকমের মনোরোগ৷ পোশাকি নাম ‘ইরোটোম্যানিয়া’৷
অনেকেরই মনে হয় পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রেমে পড়া বারণ নয় ৷ বরং প্রেম ছাড়া তাঁরা থাকতেই পারে না ৷ মজা করে বলা হয় তাঁদের প্রেম পায়! রসিকতা করা হলেও এ আসলে এক রকমের মনোরোগ৷ পোশাকি নাম ‘ইরোটোম্যানিয়া’৷
advertisement
2/7
পরিসংখ্যান বলছে, পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যার শিকার হন বেশি৷ মানসিক এই সমস্যায় সাধারণত নিজের সামাজিক অবস্থানের তুলনায় অনেক উঁচুতে অবস্থানকারীর কারওর প্রতি তীব্র আকর্ষণ ও অধিকারবোধ জন্মায় ৷
পরিসংখ্যান বলছে, পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যার শিকার হন বেশি৷ মানসিক এই সমস্যায় সাধারণত নিজের সামাজিক অবস্থানের তুলনায় অনেক উঁচুতে অবস্থানকারীর কারওর প্রতি তীব্র আকর্ষণ ও অধিকারবোধ জন্মায় ৷
advertisement
3/7
‘ইরোটোম্যানিয়া’-র শিকার হলে মনে হয় যেন উচ্চ অবস্থানে থাকা ওই ব্যক্তি তাঁর প্রেমে পড়েছেন ৷ এরকম কোনও অনুভূতি না থাকলেও তাঁকে নিজের অতি কাছের বলে মনে হতে থাকে ৷ জন্মে যায় অধিকারবোধ ৷ এমনকি, তারকাসুলভ ওই ব্যক্তিকে নিজের প্রেমিক বা জীবনসঙ্গী মনে করাও অস্বাভাবিক নয় ৷
‘ইরোটোম্যানিয়া’-র শিকার হলে মনে হয় যেন উচ্চ অবস্থানে থাকা ওই ব্যক্তি তাঁর প্রেমে পড়েছেন ৷ এরকম কোনও অনুভূতি না থাকলেও তাঁকে নিজের অতি কাছের বলে মনে হতে থাকে ৷ জন্মে যায় অধিকারবোধ ৷ এমনকি, তারকাসুলভ ওই ব্যক্তিকে নিজের প্রেমিক বা জীবনসঙ্গী মনে করাও অস্বাভাবিক নয় ৷
advertisement
4/7
মনোবিজ্ঞানীরা বলছেন, সাধারণত একাকিত্বে ভুগলে বা প্রেম ও দাম্পত্যে ধাক্কা খেলে এই সমস্যা দেখা দেয় ৷ সামাজিক বিচ্ছিন্নতায় ভুগতে থাকা মানুষ ভরসা করতে থাকেন অন্য একজনের উপর ? যিনি সাধারণত অনেক দূরের কেউ ৷
মনোবিজ্ঞানীরা বলছেন, সাধারণত একাকিত্বে ভুগলে বা প্রেম ও দাম্পত্যে ধাক্কা খেলে এই সমস্যা দেখা দেয় ৷ সামাজিক বিচ্ছিন্নতায় ভুগতে থাকা মানুষ ভরসা করতে থাকেন অন্য একজনের উপর ? যিনি সাধারণত অনেক দূরের কেউ ৷
advertisement
5/7
আত্মসম্মানবোধ তলানিতে থাকলে, সামাজিক বিচ্ছিন্নতা দেখা দিলে, অন্যের চিন্তাভাবনা বুঝতে সমস্যা হলে, শরীরিক-মানসিক জটি রোগে ভুগলেও এই একতরফা অধিকারবোধ আসতে পারে ৷
আত্মসম্মানবোধ তলানিতে থাকলে, সামাজিক বিচ্ছিন্নতা দেখা দিলে, অন্যের চিন্তাভাবনা বুঝতে সমস্যা হলে, শরীরিক-মানসিক জটি রোগে ভুগলেও এই একতরফা অধিকারবোধ আসতে পারে ৷
advertisement
6/7
এই রোগের নির্দিষ্ট কোনও লক্ষণ নেই ৷ তবে মানসিক আঘাতে রোগীর অবস্থা হয় বিপর্যস্ত ৷ তাই একতরফা কল্পিত প্রেমের লক্ষণ দেখা দিলেই মনোবিদের সাহায্য নিন ৷
এই রোগের নির্দিষ্ট কোনও লক্ষণ নেই ৷ তবে মানসিক আঘাতে রোগীর অবস্থা হয় বিপর্যস্ত ৷ তাই একতরফা কল্পিত প্রেমের লক্ষণ দেখা দিলেই মনোবিদের সাহায্য নিন ৷
advertisement
7/7
ইরোটোম্যানিয়ার অনুভূতি প্রথম প্রথম সুখানুভূতি এনে দেয় ৷ কিন্তু যখন জানা যায় প্রেমিক আসলে কল্পিত এবং প্রেম আদপে কল্পনাপ্রসূত তখন চরম বিপর্যয়ের শিকার হতে হয় ৷
ইরোটোম্যানিয়ার অনুভূতি প্রথম প্রথম সুখানুভূতি এনে দেয় ৷ কিন্তু যখন জানা যায় প্রেমিক আসলে কল্পিত এবং প্রেম আদপে কল্পনাপ্রসূত তখন চরম বিপর্যয়ের শিকার হতে হয় ৷
advertisement
advertisement
advertisement