রাজকীয় এই রেলগাড়ির ২৩ টি কামরায় ৮৪ জন অতিথির শয়ন ব্যবস্থা থাকে ৷ সঙ্গে থাকে ১৪ টি আলাদা কেবিন ৷ এই কেবিনেরও শ্রেণিবিভাগ আছে ৷ ২০ টি ডিলাক্স, ১৮ টি জুনিয়র স্যুইট, ৪ টি স্যুইট এবং একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট আছে ৷ সুসজ্জিত কেবিনগুলির মধ্যে সবথেকে সুন্দর হল প্রেসিডেন্সিয়াল স্যুইট ৷ বিলাসী ব্যবস্থায় এখানে আছে আলাদা ডাইনিং রুম, একটা মাস্টার বেডরুম, জোড়া বেডরুম৷ প্রত্যেকটির সঙ্গে আছে স্নানঘর-সহ শৌচালয় ৷
advertisement
আরও পড়ুন : শিথিল স্তন কি আপনাকে বিব্রত করছে, জানুন সমস্যার কারণ ও মুক্তির উপায়
মহারাজাস এক্সপ্রেসে যাত্রীদের জন্য আছে সুস্বাদু মহার্ঘ্য খাবার ৷ এছাড়াও আছে দু’টি ডাইনিং কার ৷ ‘রংমহল’ সজ্জিত অত্যাধুনিক সাজে ৷ ‘ময়ূরমহল’ ডাইনিং কারের থিম হল ময়ূর ৷ সঙ্গে থাকে ‘রাজাহ ক্লাব’৷ সেখানে থাকে বার ও সাফারি লাউঞ্জ ৷ বার পরিপূর্ণ একাধিক ভাষার বইয়ে ৷ এছাড়া এই রাজকীয় যাত্রায় যাত্রীদের জন্য হাজির স্যুভেনির বুটিক-ও৷
আরও পড়ুন : চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিক! পাতলা চুলও ঘন হয়ে যাবে, শুধু এ ভাবে ব্যবহার করুন এই উপাদান
শুধু এই ট্রেনের জন্যই বন্দোবস্ত থাকে আস্ত একটি জল পরিশোধনে প্ল্যান্টের৷ পাশাপাশি থাকে স্টোরেজ কার এবং জেনারেটর ব্যবস্থাও৷ বিভিন্ন প্যাকেজের ট্যুরের জন্য এই ট্রেনে সওয়ার হওয়া যায় ৷ জানা গিয়েছে ৪ দিন ৩ রাত এই ট্রেনে কাটানোর ন্যূনতম যাত্রীপিছু খরচ ৩ হাজার ৪৯০ ডলার থেকে শুরু করে ২৩ হাজার ৭০০ ডলার পর্যন্ত হতে পারে ৷