আরও পড়ুন: শীতে বাগানে ফুটবে পেল্লায় সাইজের অগণিত গোলাপ, করুন ছোট্ট কয়েকটি কাজ
ফুল গাছের পচন থেকে রক্ষা পাওয়ার উপায়:
- একটানা অকাল বৃষ্টিতে অনেকসময় টবের মাটির উপর জল জমে থাকে। সর্বপ্রথম টবের মাটির উপরে থাকা জল সরিয়ে ফেলুন ও গাছের কোন পাতায় এবং ফুল যদি ভিজে মাটির সঙ্গে থাকে তা তুলে ফেলুন।
- বৃষ্টির পর রোদ উঠলে প্রথমেই হালকা করে গাছের মাটি নিড়ানিদিন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই গাছের গোড়া ও শিকড়ে আঘাত না লাগে। কারণ শীতের ফুল বা সবজির গাছের কাণ্ড নরম হয়। তাই একটু আঘাতেই তা নষ্ট হয়ে যেতে পারে।
- এর পরপরই বিকালের পর সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে এক থেকে দুই চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিন। প্রথম দিন ফাঙ্গিসাইড স্প্রে করার চার থেকে পাঁচ দিন পর আবার একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন।
- বৃষ্টির পর টবের মাটি পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত কোনোভাবেই জল দেবেন না। টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকলে অনেক সময় দেখা যায়, মাটির উপরের স্তর শুকিয়ে গেলেও, ভিতরে ভেজা থাকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বৃষ্টির পর এই কয়েকটি পদ্ধতিতেই একটু পরিচর্যার করলেই শীতকালীন ফুল ও সবজি গাছ সতেজ রাখতে পারবেন। আর কয়েকদিনের মধ্যেই ছাদবাগান ভরে উঠবে নান রঙের ফুলে।
advertisement
জুলফিকার মোল্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Flower Care: বৃষ্টির পর শীতকালীন ফুল গাছের পচন থেকে রক্ষা পাওয়ার উপায় জানুন