TRENDING:

Lambani Saree: ১৫ ধরনের সেলাই দিয়ে, সাত মাস ধরে তৈরি হল একটি লামবানি শাড়ি! দাম জানলে অবাক হবেন

Last Updated:

Lambani saree: হাতে বোনা এই লামবানি শাড়ি দেখলে অবাক হয়ে যাবেন! মাত্র একটি শাড়ি তৈরি করতে সময় লাগে সাত মাস!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বিষ্ণুপুরী সিল্কের উপরে গুজরাটি এবং কাশ্মীরী সেলাই সঙ্গে গুজরাটি আয়না! নতুন এবং উদ্ভাবনি এক শাড়ি তৈরি করলেন বাঁকুড়ার নারী। সময় লেগেছে প্রায় সাত মাস। একদম কোনওরকম মেশিনের সাহায্য ছাড়া, হাতে সেলাই করে তৈরি হয়েছে এই শাড়ি। এছাড়াও তসরের উপরে ১৫ ধরনের ভিন্ন সেলাই ব্যবহার করে এক অনন্য ফিউশন তৈরি করেছেন বাঁকুড়ার মাস্টার ট্রেনার কাবেরী বন্দ্যোপাধ্যায়।
advertisement

স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায়। তসরের উপরে ১৫ টি সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৭ মাস। রয়েছে ১৫ টি ভিন্ন সেলাই যেমন, কাঁথা স্টিচ, গুজরাটি সেলাই, কাশ্মীরী সেলাই ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নাম লামবানি শাড়ি।

advertisement

আরও পড়ুন: মেদ কমছে না কিছুতেই? নিয়ম মেনে খান এই পাঁচ সবজি! ওজন ঝরবে রকেটের গতিতে! দূর হবে জটিল রোগ

তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে। তৈরি করছেন কাবেরী বন্দোপাধ্যায়, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা। বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলিতে কাবেরী বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্ট গুলি বিক্রি করেন। তবে চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। শাড়ি গুলি সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। যদিও মেয়েদেরকে স্বনির্ভরতার পথ দেখানোর ইচ্ছা থেকেই এমন কাজ শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে নতুনত্ব শাড়ি হাতে বুনে তৈরি করে আসছেন কাবেরী বন্দ্যোপাধ্যায় এবং বেলিয়াতোড়ের একাধিক যুবতী। যেমন রিভার্স কাঁথা, লামবানি, কাশ্মীরী এবং গুজরাটি মিশ্রণ ইত্যাদি।

advertisement

View More

যখন অর্ডার পান তখনই বিক্রি করেন এবং তৈরি করেন এমন শাড়ি। একটি শাড়ি তৈরি করতে বছরের অর্ধেক পার হয়ে যায়। ধীরে ধীরে কমছে কর্মমুখী মহিলাদের সংখ্যা। মেশিন ছাড়া হাতে বুনে কাজ করতে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয়, কাবেরী বন্দ্যোপাধ্যায়কে। নিজে সেলাই শিখে মাস্টার ট্রেনার হয়ে, জেলা তথ্য এবং সংস্কৃতি দফতেরর আওতায় থেকে বহু যুবতী এবং মহিলাকে সেলাই স্কিল শিখিয়েছেন তিনি। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে, অন্যান্য রাজ্যের সেলাই গ্রহণ করে অনন্য ফিউশন তৈরি করছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lambani Saree: ১৫ ধরনের সেলাই দিয়ে, সাত মাস ধরে তৈরি হল একটি লামবানি শাড়ি! দাম জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল