নাম শুনে ঘাবড়াবেন না। একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন তাহলে আর ফিরে যেতে চাইবেন না! এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভাল হবেই। এই বস্তির সঙ্গে কোনও মিল নেই মহানগরীর কোনও ঘিঞ্জি বস্তির। নেই কোনও “ঝামেলাও”। একদিকে সবুজ চা বাগান আর একদিকে যত দূর চোখ যায় ভুটান পাহাড়। ভারত ভুটানের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডায়না নদী। সকালে নদীর কলকল শব্দে আর ভুটান থেকে ভেসে আসা ঘন্টাধ্বনিতেই ঘুম ভাঙে এখানকার পর্যটকদের।
advertisement
আরও পড়ুন : বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা
এবার মনে প্রশ্ন জাগতে পারে কেন এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। সত্যি কি এখানে কোনও ঝামেলা হয়? না, এ সবের কোনও বালাই নেই। শোনা যায়, চা বাগানের দুই আদিবাসী শ্রমিক নেতা লাল শুকরা ওঁরাও এবং ঝামেলা সিং-এর নাম থেকেই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। প্রায় ৫০০ পরিবারের বসবাস এখানে। এলাকায় পৌঁছনো মাত্রই স্থানীয় এলাকাবাসীই আপনাকে সাদরে আমন্ত্রণ জানাবেন টুরিস্ট স্পটে। তাহলে, এ বার শীত শেষ হওয়ার আগে চলেই আসুন এই বস্তিতে।