Bride Runs Away: বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা

Last Updated:

Bride Runs Away: থানায় এফআইআর দায়ের করেছেন পলাতক তরুণীর বাবা। আর্জি জানিয়েছেন মেয়েকে খুঁজে দেওয়ার।

থানায় এফআইআর দায়ের করেছেন পলাতক তরুণীর বাবা
থানায় এফআইআর দায়ের করেছেন পলাতক তরুণীর বাবা
কানপুর : ছাদনাতলায় যাওয়ার আগে সাজতে বান্ধবীর সঙ্গে বিউটি পার্লারে গিয়েছিলেন কনে। সেখান থেকে আর ফিরলেন না বিয়ের মণ্ডপে। অভিযোগ, বিয়ের সাজেই তরুণী পালিয়েছেন তাঁর প্রেমিকের সঙ্গে। চা‍ঞ্চল্যকর এই ঘটনা কানপুরের কাছে চৌবেপুর গ্রামের। ওদিকে অপেক্ষার পর হতাশ হয়ে বরকে নিয়ে ফিরে গিয়েছে বরযাত্রীরা। এর পর থানায় এফআইআর দায়ের করেছেন পলাতক তরুণীর বাবা। আর্জি জানিয়েছেন মেয়েকে খুঁজে দেওয়ার।
পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ৩০ জানুয়ারি এই ঘটনা ঘটেছে চৌবেপুর গ্রামে। জানা গিয়েছে, এক বান্ধবীর সঙ্গে বিউটিপার্লার গিয়েছিলেন ওই তরুণী। বান্ধবীর দাবি, বিয়ের সাজে সম্পূর্ণ সেজে ফিরছিলেনও তরুণী। পথে পালিয়ে যান প্রেমিকের সঙ্গে।
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ তরুণীর পরিবার লখনউ শহরের বাসিন্দা গত ২৫ বছর ধরে। সেখানেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ এই সম্পর্কে রাজি ছিলেন না তাঁর পরিবার। মেয়ের বিয়ে দিতে চৌবেপুর গ্রামে নিজেদের দেশের বাড়িতে ফিরে যান তাঁরা। কিন্তু সেখানে গিয়েও শেষরক্ষা হল না।
advertisement
advertisement
আরও পড়ুন : মৌনী অমাবস্যায় তুলসিমঞ্চে দিন এই জিনিস! অশ্বত্থগাছের নীচে রাখুন এটা…অর্থ, বিয়ে, চাকরি-পূর্ণ হবে মনের সব অধরা ইচ্ছে
পুলিশের দাবি, নিজের মতের বিরুদ্ধে গিয়ে বাড়ির পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি তরুণী। তিনি যোগাযোগ রেখেছিলেন প্রেমিকের সঙ্গে। ফোনে দু’জনে শলাপরামর্শ করে পালিয়ে যান বলে দাবি পুলিশের।
advertisement
এই ঘটনায় বরপক্ষের অভিযোগ, মেয়ের বাড়ির জন্য তাঁদের অপমানিত হতে হল। তরুণী প্রেমের সম্পর্কে আছেন জেনেও তাঁর পরিবারের উচিত হয়নি বিয়ের সম্বন্ধ ঠিক করার। বক্তব্য বরের পরিবারের। অন্তত সেটা করলে তাঁদের এভাবে হেনস্থা ও অপমানের শিকার হতে হত না, বলছেন বরযাত্রীরা। এই ঘটনায় হচতকিত কনেপক্ষ মুহ্যমান। সংবাদমাধ্যমে কোনও কথাই বলতে চাননি তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bride Runs Away: বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement