Mauni Amavasya 2024: মৌনী অমাবস্যায় তুলসিমঞ্চে দিন এই জিনিস! অশ্বত্থগাছের নীচে রাখুন এটা...অর্থ, বিয়ে, চাকরি-পূর্ণ হবে মনের সব অধরা ইচ্ছে

Last Updated:
Mauni Amavasya 2024: মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী প্রচলিত রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি
1/6
এই শুক্রবার এ বছরের মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী প্রচলিত রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। এই পুণ্যতিথিতে পিতৃপুরুষকে তর্পণ অর্ঘ্য নিবেদন করা হয়।
এই শুক্রবার এ বছরের মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী প্রচলিত রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। এই পুণ্যতিথিতে পিতৃপুরুষকে তর্পণ অর্ঘ্য নিবেদন করা হয়।
advertisement
2/6
জ্যোতিষে বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী বলছেন, এই তিথিতে বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলন করুন৷ দেবতার স্থানেও প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ বাড়ির সকলের স্নানের জলে গঙ্গাজল ও কালো তিলদানা মিশিয়ে নিন৷ তাহলে নেতিবাচক প্রভাব দূর হবে৷
জ্যোতিষে বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী বলছেন, এই তিথিতে বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলন করুন৷ দেবতার স্থানেও প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ বাড়ির সকলের স্নানের জলে গঙ্গাজল ও কালো তিলদানা মিশিয়ে নিন৷ তাহলে নেতিবাচক প্রভাব দূর হবে৷
advertisement
3/6
মৌনী অমাবস্যায় বাড়ির তুলসিমঞ্চে নিবেদন করুন দুধ৷ বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার পুজো অবশ্যই করুন৷ সন্ধ্যায় দীপদান করুন অশ্বত্থ গাছে৷ তাহলে দুঃখকষ্ট থেকে মুক্তি পেয়ে পুণ্যসঞ্চয় করতে পারবেন৷
মৌনী অমাবস্যায় বাড়ির তুলসিমঞ্চে নিবেদন করুন দুধ৷ বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার পুজো অবশ্যই করুন৷ সন্ধ্যায় দীপদান করুন অশ্বত্থ গাছে৷ তাহলে দুঃখকষ্ট থেকে মুক্তি পেয়ে পুণ্যসঞ্চয় করতে পারবেন৷
advertisement
4/6
পুজোর অর্ঘ্য নিবেদন করতে পারেন শনিমন্দির এবং মহাদেবের মন্দিরে৷ তাহলেও পুণ্যলাভ হবে৷
পুজোর অর্ঘ্য নিবেদন করতে পারেন শনিমন্দির এবং মহাদেবের মন্দিরে৷ তাহলেও পুণ্যলাভ হবে৷
advertisement
5/6
মৌনী অমাবস্যায় যে কোনও আমিষ খাবার, সুরা-সহ তামসিক খাদ্য এড়িয়ে চলুন। এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই শ্রেয়।
মৌনী অমাবস্যায় যে কোনও আমিষ খাবার, সুরা-সহ তামসিক খাদ্য এড়িয়ে চলুন। এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই শ্রেয়।
advertisement
6/6
দিনভর মৌনব্রত পালন তো সম্ভব নয়। তাই অন্তত খেয়াল রাখুন এই তিথিতে যাতে মুখ থেকে অশ্লীল বাক্য, কুবাক্য, কটুবাক্য যেন উচ্চারিত না হয়।
দিনভর মৌনব্রত পালন তো সম্ভব নয়। তাই অন্তত খেয়াল রাখুন এই তিথিতে যাতে মুখ থেকে অশ্লীল বাক্য, কুবাক্য, কটুবাক্য যেন উচ্চারিত না হয়।
advertisement
advertisement
advertisement