আরও পড়ুন- রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সাহস জোগাচ্ছে ইউক্রেনের এই জাতীয় পোশাক! কীভাবে?
টেরিটি বাজারের (Tiretta Bazaar Kolkata) ইতিহাস:
এই জায়গাটিকে ভারতের প্রথম চায়নাটাউন বলা হয়। ১৮ শতকে যখন ইন্দো-চিন বাণিজ্য পথে চৈনিক নাবিকরা এখানে বসতি স্থাপন করেন এবং তাদের নিজস্ব আচার অনুষ্ঠান, ঐতিহ্য, স্থাপত্য শৈলী ইত্যাদি প্রতিষ্ঠা করেন তখন থেকেই চৈনিক পরিচয় পেতে করতে শুরু করে এই জায়গাটি (Tiretta Bazaar Kolkata)। মজার বিষয় হল, বাজারটির নামকরণ হয়েছে এডওয়ার্ড টিরেটার (Edward Tiretta) নামে। ভেনিসের একজন ইতালীয় অভিবাসী এডওয়ার্ড ১৮ শতকে এই এলাকার মালিক ছিলেন। তবে এই তালিকায় টেরিটি বাজারের অন্তর্ভুক্তির কারণ সম্ভবত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর প্রান্তিকতা। স্থানীয় ঐতিহ্যও রয়েছে সংকটে। একসময় প্রায় ২০,০০০ চিনা নাগরিকের বাসস্থান ছিল এই জায়গাটি, বছরের পর বছর ধরে হ্রাস পেয়েছে এই জনসংখ্যা।
WMF সংস্থাটির সদর দপ্তর নিউ ইয়র্কে হলেও, কম্বোডিয়া, ভারত, পেরু, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যে এর অফিস এবং সহযোগী সংস্থা রয়েছে।
আরও পড়ুন- কোভিড নিম্নমুখী, পকেটে টান না ধরিয়েই বেরিয়ে আসতে পারেন এই পর্যটনকেন্দ্রগুলি
এই বছরের অন্তর্ভুক্ত অন্যান্য বিপন্ন স্থানগুলি হল:
জাহাঙ্গিরের সমাধি, লাহোর, পাকিস্তান
বাগেরহাটের মসজিদ শহর, বাগেরহাট, বাংলাদেশ
আবিডোস, মিশর
বেনগাজি ঐতিহাসিক শহর, লিবিয়া
গার্সিয়া চারণভূমি, ব্রাউনসভিল, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
আফ্রিকাটাউন, মোবাইল, আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
হার্স্ট ক্যাসেল, হ্যাম্পশায়ার, যুক্তরাজ্য
বেইরুটের ঐতিহ্যবাহী ভবন, লেবানন