Pocket Friendly Tour: কোভিড নিম্নমুখী, কম খরচে বেরিয়ে আসতে চাইলে এই পর্যটনকেন্দ্রগুলি আদর্শ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Budget Friendly Locations in India: ভারতের অন্যতম সস্তা (Pocket Friendly Tour) পর্যটন স্থান দার্জিলিং। অসংখ্য চা বাগান, বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ির শহরের রূপ দেখে সমস্ত মানসিক চাপ মুক্ত হয়ে যাবেন নিমেষে।
#নয়াদিল্লি: বৈচিত্র্যময় সংস্কৃতি, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, বৈচিত্র্যময় রন্ধনপ্রণালী এবং ততোধিক বৈচিত্র্যময় মানুষ! ভারতবর্ষ আসলে তো বিবিধ বৈচিত্র্যেরই সমন্বয়। উত্তরে এক রূপ তো দক্ষিণে অন্য। উত্তরপূর্বের সংস্কৃতি ভিন্ন, আবার পশ্চিমের যাপন সম্পূর্ণ পৃথক। যারা ঘুরতে ভালোবাসেন তাঁদের জন্য ভারতবর্ষ এক খাজানা। তবে ঘুরতে যাওয়ার আগে পকেট তো ভাবায়ই। গ্রীষ্মকাল সমাগত, কোভিডের ঢেউও নিম্নমুখী। নিজেকে বন্দিদশা থেকে বের করে কিছুকালের আরামের উপযুক্ত সময় এটাই। পকেট সঙ্গ (Pocket Friendly Tour) দিচ্ছে না বলে মন খারাপ? যদি ঘুরতে ইচ্ছা করে, পকেট তাতে বাধাই নয়। কম বাজেটেও মন মাতানো জায়গা রয়েছে এই ভারতেই (Pocket Friendly Tour)।
পুদুচেরি
উপকূলীয় কেন্দ্রশাসিত অঞ্চলটি (Puducherry) ভারতের সৈকত শহরগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে নিরাপদ ও আকর্ষণীয়। ফরাসি স্থাপত্যের নিদর্শন মিলবে অলিতে গলিতে। ফরাসি খাবারও উপভোগ করতে পারেন। চাইলে থাকতে পারেন শ্রী অরবিন্দ আশ্রমে। যোগব্যায়াম, ধ্যান, সমুদ্রের পাড় ধরে হাঁটা এবং বিনামূল্যে (Pocket Friendly Tour) খাবারের বন্দোবস্ত রয়েছে এখানে।
advertisement
advertisement
দার্জিলিং
ঘুরতে ভালোবাসেন যারা পাহাড়ের রানি এই শৈল শহরটি (Darjeeling) তাদের দ্বিতীয় বাড়িই বলা যায়। ভারতের অন্যতম সস্তা (Pocket Friendly Tour) পর্যটন স্থান দার্জিলিং। অসংখ্য চা বাগান, বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ির শহরের রূপ দেখে সমস্ত মানসিক চাপ মুক্ত হয়ে যাবেন নিমেষে। কম খরচে থাকার হাজারো বিকল্প আছে এই শহরে এবং সড়কপথে, বিমানে বা ট্রেনে যাতে খুশি চলে যেতে পারবেন এই পাহাড়িয়া শহরে। সফর মনোরম করতে টয় ট্রেনেও চেপে ঘুরতে পারেন।
advertisement
পুষ্কর
রাজস্থানের এই পর্যটন স্থানটি সমস্ত ধরনের মানুষকেই আকর্ষণ করে। যারা কিছুটা আধ্যাত্মিক সময় কাটাতে চান তাদের জন্যও এই স্থান অনবদ্য। উটের পিঠে চড়া, রাস্তার ধারের সব জিভে জল আনা খাবার, প্রাসাদ, বাজারের জন্য বিখ্যাত পুষ্কর (Pushkar)। আজমের জংশনে সস্তার টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে এবং তারপরে পুষ্কর ঘিরতে হলে ঘুরুন পাবলিক ট্রান্সপোর্টেই। সস্তা কিন্তু ভালো থাকার ব্যবস্থাও উপলব্ধ।
advertisement
ম্যাক্লিওডগঞ্জ
ধর্মশালা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, ম্যাক্লিওডগঞ্জ (Mcleodganj) যেতে হলে পকেটে কোনও টানই পড়বে না। বৌদ্ধ সংস্কৃতির মাঝে অসামান্য ভ্রমণ অভিজ্ঞতা হবে আপনার। এই পাহাড়ি স্থানে হোস্টেল, হোটেল বা তাঁবুতে থাকতে পারেন। রাতের সফর উপভোগ করতে আপনি ত্রিউন্ডে ট্রেক করতে পারেন এবং পাহাড়ের চূড়ায় রাত কাটাতে পারেন। আর যদি নিজের তাঁবু এবং খাবার নিয়ে যেতে পারেন তবে ট্রেকিংয়ের খরচ (Pocket Friendly Tour) নগণ্য।
advertisement
ঋষিকেশ
ক্যাফে, মন্দির, যোগ আশ্রম এবং ঘাটের সমন্বয় হল ঋষিকেশ। প্রতিদিন মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করেই ঋষিকেশে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন আপনার যত্নের ছুটি। কিছু সস্তা অথচ সুন্দর হোটেল বেছে নিন, এই ধরনের অভিজ্ঞতা আপনার সারাজীবনের সঞ্চয়৷ রাস্তার খাবার এখানে (Rishikesh) বেশ ভালো মানেরই।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 6:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pocket Friendly Tour: কোভিড নিম্নমুখী, কম খরচে বেরিয়ে আসতে চাইলে এই পর্যটনকেন্দ্রগুলি আদর্শ