National Costume of Ukraine: রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সাহস জোগাচ্ছে ইউক্রেনের এই জাতীয় পোশাক! কীভাবে?

Last Updated:

Vyshyvanka: ভৈশ্যভাঙ্কা মূলত একটি এমব্রয়ডারি করা শার্ট বা ব্লাউজ, যাতে সুচারু নকশা করা থাকে। এটি স্থানীয় পোশাক হিসাবে সমাদৃত

#ইউক্রেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে আশঙ্কাজনক ভূ-রাজনৈতিক সঙ্কট হিসাবে দেখা দিয়েছে রাশিয়া ইউক্রেনের (Russia Ukraine War) যুদ্ধ! ইউক্রেনের সামরিকবাহিনী এবং নাগরিকরা রাশিয়ান বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে মরিয়া। এরই মাঝে অন্যান্য দেশগুলির সাংস্কৃতিক আগ্রহ বাড়িয়ে তুলেছে যুদ্ধ আক্রান্ত ছোট্ট এই দেশ। ইউক্রেনের সামাজিক রীতিনীতি, পোশাক, জীবনযাত্রা নিয়ে আলোচনাও চলছে ব্যাপকভাবে।
ইউক্রেনের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা জানাতে সরব হয়েছে বিশ্বের অনেক দেশই। বিভিন্ন স্থানেই চলছে বিক্ষোভ। সম্প্রতি ইউক্রেনের এমব্রয়ডারি করা জাতীয় পোশাক (National Costume of Ukraine) ভৈশ্যভাঙ্কা (Vyshyvanka) দান করার জন্য এবং সংহতি প্রকাশ করার জন্য এস্তোনিয়ান রাষ্ট্রপতি অ্যালার করিসকে (Estonian President Alar Karis) ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)।
advertisement
advertisement
advertisement
“এস্তোনিয়ার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ ইউক্রেনের সমর্থনেই হয়েছে। এই কঠিন সময়ে তাদের সংহতির জন্য আমি এস্তোনিয়ান জনগণ এবং আলারকারিসের কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রেসিডেন্ট, আমাদের ভৈশ্যাভাঙ্কা (National Costume of Ukraine) আপনার জন্য উপযুক্ত,” লেখা হয়েছে ট্যুইটে।
সঙ্গের ছবিগুলিতে দেখা গিয়েছে রাস্তায় ইউক্রেনের পতাকা উড়ছে এবং কোটে হলুদ এবং নীল ফিতে (ইউক্রেনীয় পতাকার রঙ) আটকে ভৈশ্যভাঙ্কা (National Costume of Ukraine) পরে দাঁড়িয়ে রয়েছেন কারিস।
advertisement
এই vyshyvanka আসলে কী, কীই বা এর বৈশিষ্ট্য?
এটি এক ধরনের এমব্রয়ডারি করা শার্ট যা ইউক্রেনের মানুষরা পরেন। যদিও বেলারুশেও মানূষরা এই পোশাক পরেন। তবে ইউক্রেনীয় ভৈশ্যাভাঙ্কার মূল বৈশিষ্ট্যই হল এর নির্দিষ্ট কিছু স্থানীয় সূচিকর্ম। ইউক্রেনে মে মাসের তৃতীয় বৃহস্পতিবার ভৈশ্যভাঙ্কা দিবসও (Vyshyvanka Day) উদযাপন করা হয়।
advertisement
ভৈশ্যভাঙ্কা মূলত একটি এমব্রয়ডারি করা শার্ট বা ব্লাউজ, যাতে সুচারু নকশা করা থাকে। এটি স্থানীয় পোশাক হিসাবে সমাদৃত এবং দেশের মানুষ নিয়মিতই এই পোশাক (National Costume of Ukraine) পরে থাকেন। কালো, লাল, সাদার মতো মৌলিক রঙের পাশাপাশি হলুদ, নীল এবং সবুজ রঙের ভৈশ্যভাঙ্কা জনপ্রিয়। পোশাকের উপর সেলাই করা নকশা এর মূল বৈশিষ্ট্য।
advertisement
advertisement
Vyshyvanka পোশাকটিকে খুবই পবিত্র বলেও মনে করা হয়, স্থানীয়দের বিশ্বাস যে এই পোশাকটি পরবেন (National Costume of Ukraine) তিনি বিপদ থেকে সুরক্ষিত। বেশিরভাগই বর্গাকার, রম্বস এবং হিরের মতো জ্যামিতিক প্যাটার্ন দেখা যায় এই পোশাকে। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস, যারা এই পোশাক পরেন তারা যে কোনও পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন। সাহস, শক্তি, ভাগ্য এবং অবশ্যই দেশপ্রেমের মতো অনুভূতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই পোশাক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
National Costume of Ukraine: রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সাহস জোগাচ্ছে ইউক্রেনের এই জাতীয় পোশাক! কীভাবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement