TRENDING:

Polo Floatel: হাতে বাটা মশলার খাবার, পুজোয় এলাহি আয়োজন গঙ্গাবক্ষের 'এই' ভাসমান রেস্তোরাঁয়

Last Updated:

Polo Floatel: গঙ্গার বয়ে যাওয়া জলধারা আর পোলো ফ্লোটেলের স্বাদধারার যুগলবন্দিতে এবার খুব অন্য রকম এক পেটপুজোর সাক্ষী থাকবে এই শহর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাঁরা একবার ঢুঁ মেরেছেন, তাঁরাই জানেন নদীর বুকে ভাসমান এই রেস্তোরাঁর মাহাত্ম্য। স্বাদে আর সাধে দুইয়েতেই মন মজায় পোলো ফ্লোটেল। এবারের দুর্গা পুজোও তার ব্যতিক্রম হবে না। প্রতিবারের মতো অতিথিদের আপ্যায়ণে কোমর বেঁধে তৈরি এই তরণী সরাই, সেজে উঠেছে সে নতুন ভাবে।
পুজোয় শহর মাতাবে পোলো ফ্লোটেল
পুজোয় শহর মাতাবে পোলো ফ্লোটেল
advertisement

পোলো ফ্লোটেল এবার পুজোয় খাস যে আয়োজন করেছে, তার শুরুটা বেশ জমকালো, শহরের ফুড ভ্লগারদের দৌলতে তার কিছু কিছু রিল অনেকেরই চোখে পড়ে থাকবে ইনস্টাগ্রাম মারফত। সেখানে দেখা যাচ্ছে নদীর বুক থেকে মাছ তুলে রান্নার বিশেষ আয়োজন। সে কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সৌমেন হালদারও। তাঁর প্রতিশ্রুতি, এবার পুজোয় ফিরে আসতে চলেছে সেই সব চিরচেনা স্বাদ, যা একদা বাঙালির পাত অধিকার করে ছিল।

advertisement

আরও পড়ুন-‘মাল্টিগ্রেন’ আটার রুটি রোজ খাচ্ছেন! কোনও ক্ষতি হচ্ছে না তো? ডায়াবেটিস রোগীরাও কি খেতে পারবেন? কী বলছেন বিশেষজ্ঞ

কথায় কথায় তিনি ব্যাখ্যা করেছেন বিষয়টাকে। আমরা সবাই জানি, যে কোনও রান্নায় স্বাদের তারতম্য ঘটে অভিজ্ঞ রাঁধুনির হাতের গুণে আর মশলার কারসাজিতে। সেই অভিজ্ঞ শেফ তো রয়েছেই পোলো ফ্লোটেলের সংগ্রহে, যাঁদের হাতের স্বাদে এই শহর এখনও মুগ্ধ। আর মশলার কারিকুরিতেই এবার পুজোয় ফিরে আসছে অধুনালুপ্ত ব্যঞ্জনের বাহার। সৌমেন জানিয়েছেন যে পুজোর বিশেষ বাঙালি পদগুলো রাঁধা হবে একেবারে সাবেকি নিয়মে, কোনও যন্ত্র, বলা ভাল, মিক্সার গ্রাইন্ডারের সাহায্য তাঁরা নেবেন না, হাতে বাটা মশলার ছোঁয়ায় প্রতিটি ব্যঞ্জনকে করে তোলা হবে স্বাদে আর গন্ধে, রূপে আর রসে মনোহর।

advertisement

আরও পড়ুন-যৌবনে ‘হার্ট অ্যাটাক’ এড়াতে চান? এই ৫ অভ্যাস ভুলেও বাদ দেবেন না রোজের তালিকা থেকে, তাহলেই সর্বনাশ!

তবে, শুধু যে মশলা আর রাঁধুনির হাতের গুণই যথেষ্ট নয়, সে কথাও বিলক্ষণ জানে শহরের এই ভাসমান রেস্তোরাঁ। সেই জন্যই রান্নার প্রধান উপকরণেও রাখা হচ্ছে সজীবতার ছোঁয়া। সৌমেন জানিয়েছেন যে অর্ডার দেওয়ার পরে তাঁরা মাঝিদের দিয়ে নদী থেকে মাছ ধরিয়ে তা রান্না করে বেড়ে দেবেন অতিথিদের পাতে। এই তরতাজা স্বাদ যে একমাত্র গঙ্গাবক্ষের এই রেস্তোরাঁই দিতে পারে, তা আর না বললেও চলে। একই সঙ্গে, স্থানীয় সবজি বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা হবে বাছাই করা তরতাজা উপাদান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সঙ্গে রয়েছে পোলো ফ্লোটেলের আভিজাত্যে মোড়া অন্দরসাজ, যা নিঃসন্দেহে পুজোর মেজাজে আলাদা মৌতাত যোগ করবে। মন ভরিয়ে দেবে নদীর নিসর্গ। পুজোর অন্য দিন হোক বা বিশেষ করে দশমী- গঙ্গার বয়ে যাওয়া জলধারা আর পোলো ফ্লোটেলের স্বাদধারার যুগলবন্দিতে এবার খুব অন্য রকম এক পেটপুজোর সাক্ষী থাকবে এই শহর।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Polo Floatel: হাতে বাটা মশলার খাবার, পুজোয় এলাহি আয়োজন গঙ্গাবক্ষের 'এই' ভাসমান রেস্তোরাঁয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল