কুম্ভ
এঁরা যখন যা মনে হয় সেই রকম প্রতিশ্রুতি দিয়ে বসেন। এঁদের মধ্যে খানিকটা স্বার্থপরতা কাজ করে। ফলে একবার নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে অনেক সময়ই আর পিছন ফিরে তাকাতে চান না তাঁরা। কুম্ভ রাশির মানুষের দেওয়া কথায় খুব একটা বিশ্বাস না করাই ভাল।
আরও পড়ুন: কথা দিয়ে কথা রাখুন, টিকে যাবে সম্পর্ক, সঙ্গীকে কী প্রতিশ্রুতি দেবেন প্রমিস ডে-তে
advertisement
মিথুন
এঁরা খুবই দ্বন্দ্ব দিয়ে তৈরি। এঁদের ব্যক্তিত্বের মধ্যেও দ্বন্দ্ব কাজ করে। তাই এঁরা কখন কী করেন তা বোঝা ভার। তা ছাড়া মিথুন রাশির জাতিকারা খুবই স্বপ্রতিভ হন, তাঁরা নিজেরা অনেক কাজ করে থাকেন। ফলে দেওয়া কথা রাখার মতো সময়ই হয়তো তাঁদের হয় না! তাই সতর্ক থাকাই ভাল।
মীন
এই রাশির জাতিকারা কাউকেই মুখের উপর না বলতে পারেন না। কিন্তু হ্যাঁ, বলে দেওয়ার পরও দেখা যায় সেই কাজটি করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। ফলে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অনেক সময়ই তাঁরা অন্যের কাছে অবিশ্বাসের পাত্রী হন।
আরও পড়ুন: সম্পর্কে বার বার প্রতিশ্রুতি ভাঙছে ? এই প্রমিস ডে-তে জেনে নিন কীভাবে মোকাবিলা করবেন
তুলা
এঁরা সব সময় বৈধতা খুঁজে বেড়ান। মানুষকে খুশি রাখতে চাওয়াও এই রাশির জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে এঁরা অনেক সময়ই ব্যর্থ হন।
ধনু
এঁরা সব সময় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেন। কিন্তু অন্যেক কাছে ভাল হওয়ার তাগিদে এঁরা বেশির ভাগ সময়ই এমন সব প্রতিশ্রুতি দিয়ে বসেন যে তা শেষ পর্যন্ত পূরণ করাই সম্ভব হয় না!