তবে এই গাছগুলির সার হিসেবে তিনি বাইরের কোনও রাসায়নিক ব্যবহার করেননি। বরং, ফেলে দেওয়া সবজির খোসা দিয়েই সার বানিয়ে গাছের যত্ন করেন প্রতিদিন। বাড়ির ছাদই এক টুকরো কৃষিক্ষেত্র। ফল, ফুল, সবজি থেকে শুরু করে কী নেই ছাদ বাগানে! পেশার পাশাপাশি জলপাইগুড়ি ময়নাগুড়ির পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থবাবুর গাছ লালন পালন করা নেশাও বটে! আম, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে বেশ কিছু ধরনের সবজি চাষও করেছেন তিনি। সারাবছর মেলে ভাল ফলন।
advertisement
আরও পড়ুন : বৃন্দাবন থেকে কেদারনাথ, বদ্রীনাথ! পায়ে হেঁটে তীর্থভ্রমণে অসমের ৩ তরুণ তরুণী
এবার থেকে সবজির খোসা ফেলে না দিয়ে গাছের খাবার তৈরি করার পরামর্শ দেন তিনি। কেউ যদি এইভাবে চাষাবাদ করতে চায় তা হলে তার সঙ্গে যোগাযোগও করতে পারেন। দু’হাত বাড়িয়ে সাহায্য করার আশ্বাস দেন তিনি। সব্জির খোসা দিয়ে যে গাছের সুষম খাদ্য প্রস্তুত হয় এবং বাড়তি উপার্জন হতে পারে কম খরচেই। তা শিখিয়ে দিলেন জলপাইগুড়ির এই বাসিন্দা।