জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত রয়েছে ভাদুলিয়া গ্রাম। সম্প্রতি এই গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে নানা ছবিতে। ঝাড়গ্রামের খোয়াবগাঁওয়ের আদলে এই গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। তবে এই গ্রামেই এত ঘন জঙ্গল যে, হাতির দৌরাত্ম তো রয়েছে, সেই সঙ্গে প্রায় সময় শেয়ালেরও উৎপাত দেখা দেয়। এই গ্রামের লোধা সবার অধ্যুষিত কয়েকশ মানুষের বসবাস। দুর্গাপুজোর জন্য কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হত পাশের গ্রামে।পুজোতে অংশগ্রহণ করে অঞ্জলি দিলেও ফেরার পথে আতঙ্ক থাকত জঙ্গলে দাঁতালদের।
advertisement
আরও পড়ুন: তাক লাগাল নয়া বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই আসানসোলের যুবতী করছেন ‘এই’ কাজ! লুফে নিচ্ছেন ক্রেতারা
দিনের পর দিন এই অবস্থায় কাটানোর পর অবশেষে নিজেরাই উদ্যোগী হলেন দুর্গাপুজো আয়োজনে। পশ্চিম মেদিনীপুরের ওই এলাকার তিনটি গ্রামের প্রায় শ’তিনেক পরিবারের জীবিকা চাষবাস, মুরগি চাষ, শাল পাতা তৈরি করা। সম্প্রতি, গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আঁকি-বুকি করে নামকরণ করা হয়েছে পলাশগাঁ। এবার এই ছবির গ্রামে দুর্গা পুজোর আয়োজন। মূলত এই দুর্গাপুজোর উদ্যোক্তা গ্রামের মহিলারা। সারাদিন সংসার এবং বাকি কাজকর্ম সেরে তারা বেরিয়েছেন চাঁদা তুলতে। এই সঙ্গে মুখ্যমন্ত্রী দেওয়ার লক্ষ্মী ভাণ্ডারের টাকায় তারা আয়োজন করছেন এই পুজোর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথম বছর নিজের গ্রামে নিজের হাতে পুজোর আয়োজন করবেন, অঞ্জলি দেবেন সেই ভেবে আনন্দে শিহরিত সকলে। তবে পুজোর ছুটিতে ঘুরে দেখুন জঙ্গলমহলের এই গ্রাম। মেতে উঠুন শাল, মহুলে ঘেরা প্রান্তিক জঙ্গলে ঘেরা প্রথম বছরের মহিলাদের আয়োজনে আয়োজিত এই পুজোতে।