Business Idea: তাক লাগাল নয়া বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই আসানসোলের যুবতী করছেন 'এই' কাজ! লুফে নিচ্ছেন ক্রেতারা

Last Updated:

এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, অনেকে নিতে ভিড় করছেন। এর ফলে তাঁর ভাল বিক্রি হচ্ছে, তিনি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।

+
আসানসোলের

আসানসোলের পৌলমীর নতুন বিজনেস আইডিয়া

আসানসোল, রিন্টু পাঁজা: প্রিয় মানুষের দেওয়া প্রিয় জিনিস আমরা গুছিয়ে রাখতে বা যত্নে রাখতে অনেক চেষ্টা করি। কিন্তু অনেক সময় হয়ত বিভিন্ন কারণে রাখা হয়ে ওঠে না, যা নষ্ট হয়ে যায়। তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়। তবে আর মন খারাপ হবে না। প্রিয় জিনিসটি সযত্নে রেখে দিয়ে সেটিকে অলংকার বানিয়ে পরা যায়। এই রকম আশ্চর্য জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই মহিলা। বন্ধু বান্ধব হোক বা প্রিয়জন তাদের দেওয়া উপহার আমাদের কাছে সব সময় অমূল্য রত্নের মতো হয়ে থাকে। এবার সেই জিনিসকে সব সময় কাছে পেতে অভিনব উপায়ে জুয়েলারি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন আসানসোলের পৌলমী।
পৌলমী চ্যাটার্জি বলেন, “আমি যখন এই জুয়েলারি তৈরি করি, সে সময় সুরক্ষা বিধি মেনে এই জুয়েলারি তৈরি করি। কারণ এটি খোলা হাতে কাজ করা উচিত নয়। এখানে আমি ফ্রেস ফ্লাওয়ার নিয়ে রেজিন দিচ্ছি পরে জুয়েলারির জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলছি।”
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল রেলপাড় ডিপোপাড়ার বাসিন্দা পৌলমী চ্যাটার্জী। পেশায় তিনি আর্টিস্ট। রং তুলির সঙ্গে সারাক্ষণ লেগে থাকা। তবে এই রং তুলির সঙ্গেও রয়েছে তার কিছু অভিনবত্ব কাজ। যেমন রেজিন জুয়েলারি তৈরি করা। দীর্ঘ কয়েক বছর ধরে নিজের বাড়িতে বসেই বিভিন্ন ফুল, গাছের পাতা সহ বিভিন্ন জিনিসপত্রকে প্রিজার্ভ করে রেজিন জুয়েলারি তৈরি করছেন। যেমন কানের দুল থেকে শুরু করে নেকলেস। দাম খুব একটা বেশি নয়, আপনার সাধ্যের মধ্যেই। কেউ যদি মনে করেন যে তার প্রিয়জনের দেওয়া কিছু জিনিস সযত্নে রেখে দেবেন, তাহলে সেগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন নেকলেস, কানের দুল সমেত অনেক কিছুই রেজিন জুয়েলারির মাধ্যমে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেজিন এমন এক জিনিস যা শুকিয়ে গেলে শক্ত হয় এবং কাঁচের মত চকচক করে ও মসৃণ প্লাস্টিক হয়ে যায়। আশ্চর্য রকম এক শিল্পে পরিণত হয়। স্বাভাবিক ভাবেই তার তৈরি এই রেজিন জুয়েলারি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, অনেকে নিতে ভিড় করছেন। এর ফলে তাঁর ভাল বিক্রি হচ্ছে, তিনি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: তাক লাগাল নয়া বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই আসানসোলের যুবতী করছেন 'এই' কাজ! লুফে নিচ্ছেন ক্রেতারা
Next Article
advertisement
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলাচ্ছে ডুয়ার্স
  • ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পায়, ভেঙে পড়ে কাঠের সেতু.

  • জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, ট্যুরিস্ট লজে থাকতে পারবেন.

  • সাত দিনের মধ্যে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত শুরু.

VIEW MORE
advertisement
advertisement