এখানে অনেক মিয়াজাকি আমের চারা রয়েছে। তারই মধ্যে কিছু গাছে ধরে রয়েছে লাল রঙের মিয়াজাকি। গাছের উচ্চতাও অনেক কম, তবে ফলন কিন্তু বেশ ভাল। নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “এখানে আমার স্বাদও বেশ অনন্য। ফলনও ভালই হচ্ছে। অনেকেই আসছেন চারা কিনে নিয়ে যাচ্ছেন। আম ধরে রয়েছে অনেকে দেখতেও আসছেন।” শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি মিয়াজাকি আমের চারা লাগানো যেতে পারে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে।
বিশেষ আকর্ষণ হিসেবে বর্তমানে মুকুল ও আম ধরেছে এমন চারা গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সময় গাছ কিনলে এই মরশুমেই আমের স্বাদ উপভোগ করা সম্ভব। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা কিনতে ভিড় জমাচ্ছেন।
বনোয়ারীলাল চৌধুরী