TRENDING:

Jalpaiguri News: ডুয়ার্সের পর্যটকদের জন্য বিরাট সুখবর! বাঁচবে সময়, পড়তে হবে না লম্বা জ্যামে, খুলে দেওয়া হল ফ্লাইওভার

Last Updated:

Jalpaiguri News: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় ফরেস্ট লাটাগুড়ি, গরুমারা ঘুরে দেখতে আর রেল লাইনে আটকা পড়তে হবে না! হবে না গন্তব্যস্থলে পৌঁছতে দেরি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় ফরেস্ট লাটাগুড়ি, গরুমারা ঘুরে দেখতে আর রেললাইনে আটকা পড়তে হবে না! হবে না গন্তব্যস্থলে পৌঁছতে দেরি! কিংবা, রেললাইনে আটকা পড়ে কখন রেল আসবে সেদিকে হা করে তাকিয়ে থাকতেও হবে না।
advertisement

সম্প্রতি এইসব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। শুরু হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে লাটাগুড়ি ফ্লাইওভার মারফত যাতায়াত। এতে করে যেমন রেললাইনে আটকা পড়ে হবে না সময় নষ্ট। অন্যদিকে, জ্যাম ঠেলে রেল লাইন পাড়াপাড়ের ক্ষেত্রও একদম ঝঞ্জাটমুক্ত। যখন তখন হাতির হানার ভয় থেকেও এক্কেবারে ছুটকারা।

আরও পড়ুন-     বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

advertisement

পাশাপাশি, লাটাগুড়ি ফ্লাইওভারের আশেপাশের মনোরম দৃশ্য মন কাড়বে নিশ্চিত। ফ্লাইওভারটি বানানো হয়েছে একেবারে আধুনিক ডিজাইনে। চারপাশে গাছপালা, ঝাঁ চকচকে রাস্তা, কালো সাদায় মোড়ানো দু’পাশ… সেও যেন এক অনন্য অনুভূতি। বলা যায় এক টুকরো বিদেশ। পুজোর আগে পর্যটকদের জন্য এটি একটি বাড়তি পাওনা বটে! বর্ষায় প্রজননকালীন বিষয়াদির জন্য ডুয়ার্সের জঙ্গল তথা সারা দেশের জঙ্গল আগামী তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে। পুনরায় সেই দরজা পর্যটকদের জন্য খুলবে আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ।

advertisement

View More

আরও পড়ুন-     গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

তারপরেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। সে সময় বহু পর্যটক এসে ভিড় করেন এই ডুয়ার্স এবং পাহাড়ে। সেই সময়ে তাদের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই সম্প্রতি পর্যটকদের তথা সাধারন মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে লাটাগুড়ি ফ্লাইওভারের পথ। এবার অবশেষে সব সমস্যার অবসান হল পর্যটকদের সুবিধার্থে। ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া রেললাইনের ওভারব্রিজ দিয়েই সরাসরি লাটাগুড়ি এবং গরুমারা অভয়ারণ্য ঘুরতে যেতে পারবে এই পর্যটকেরা। এতে স্বভাবতই খুশি পর্যটক থেকে সাধারণ মানুষ সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jalpaiguri News: ডুয়ার্সের পর্যটকদের জন্য বিরাট সুখবর! বাঁচবে সময়, পড়তে হবে না লম্বা জ্যামে, খুলে দেওয়া হল ফ্লাইওভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল