চলতি ভাষায় দাঁতের হওয়া সমস্যাকে আমরা দাঁতের পোকা বলি। সর্বান্তকরণে দাঁতের পোকা ব্যাপারটা ঠিক নয়। ওরাল হাইজিন ঠিক মতো না মানা হলে, কিংবা দাঁতের যত্ন না নেওয়া হলে দাঁতের উপরে ক্ষতের সৃষ্টি হয়। যা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করে। শুধু তাই নয় এর ব্যথায় মানুষের নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। তাই দিনে দু’বার নির্দিষ্ট পদ্ধতিতে দাঁত পরিষ্কারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
advertisement
আরও পড়ুনঃ পুরীর আর দিঘার জগন্নাথ মন্দির কি পুরোই এক? রয়েছে বিরাট এক পার্থক্য! সবার প্রথমে জানুন
এ ছাড়াও দাঁতের যত্ন না নেওয়া হলে, পিত্তথলি বা কিডনিতে স্টোন হওয়ার মতো দাঁতের নিচেও শক্ত পদার্থ জমা হতে থাকে। যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং দাঁতের যত্ন নেওয়ার কথা বলেন চিকিৎসক।
গর্ভাবস্থায় দাঁতে ক্যাভিটিস বা পোকা হতে পারে। দাঁতের গোড়ায় রক্তক্ষরণ, কিংবা ব্যথা অনুভূত হয়। সকল গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এমন ঘটনা হলেও বিশেষ কিছু ক্ষেত্রে তা পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে সারাদিনে অন্তত দু’বার দাঁত মাজা এবং দাঁতের যত্ন নেওয়ার কথা বলেন তিনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসক।
রঞ্জন চন্দ