TRENDING:

Bangla News|| আপনার সন্তান কি যৌন নিগ্রহের শিকার হচ্ছে? গল্প বলে খেলার ছলেই জানুন মনের কথা...

Last Updated:

Child Abuse: আপনার সন্তান নিরাপদ তো? বুঝবেন কী ভাবে? মনোবিদদের পরামর্শ, শিশু যদি ঠিক করে না খায়, না ঘুমোয়, খিটখিট করে আর আতঙ্কে থাকে, তা হলে বুঝতে হবে কোথাও গণ্ডগোল হচ্ছে৷ দেরি না-করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সকলেই চান, তাঁর সন্তান যেন দুধে-ভাতে থাকে! আসলে কেউই চান না যে, তাঁর সন্তানকে সমাজের নোংরামোর সম্মুখীন হোক৷ কিন্তু হায় আমাদের সমাজ! শিশু (Child) দেহও লালসার শিকার হয়৷ যার ক্ষত প্রায় তাদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়৷ রিপোর্ট বলে, বেশির ভাগ ক্ষেত্রেই শিশুরা পরিবারের কারওর হাতেই নিগৃহীত (Abuse) হয়৷ আপনার সন্তান নিরাপদ তো? বুঝবেন কী ভাবে? মনোবিদদের পরামর্শ, শিশু যদি ঠিক করে না খায়, না ঘুমোয়, খিটখিট করে আর আতঙ্কে থাকে, তা হলে বুঝতে হবে কোথাও গণ্ডগোল হচ্ছে৷ দেরি না-করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করুন৷
শিশু তাদের মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করলে, তার ফল ভবিষ্য়তের জন্য় কতটা ভাল হতে পারে, তাই উঠে এল এক গবেষণায়।
শিশু তাদের মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করলে, তার ফল ভবিষ্য়তের জন্য় কতটা ভাল হতে পারে, তাই উঠে এল এক গবেষণায়।
advertisement

নিজের সন্তানকে কী ভাবে যৌন নিগ্রহের বিষয়ে সচেতন করা যায়?

শিক্ষা আর জ্ঞানের মাধ্যমে আসে সচেতনতা৷ তাই বিশেষজ্ঞদের মতে, শিশুকে গোপনাঙ্গ সম্পর্কে বোঝাতে হবে এবং যৌন নিগ্রহ কী- সেই বিষয়েও সচেতন করতে হবে৷ কিন্তু কী ভাবে? মনোবিদদের পরামর্শ, পুতুল অথবা বিভিন্ন কার্টুন চরিত্রদের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে সন্তানের পরিচয় ঘটাতে হবে৷ যে হেতু, শিশুরা ‘নিগ্রহ’-এর মতো ভারী শব্দ বুঝবে না, তাই বলে দিতে হবে যে, তাদের শরীরের কোন কোন অংশে অন্য কারওর হাত দেওয়ার অধিকার নেই৷ শুধু তা-ই নয়, শিশুদের ‘ভাল স্পর্শ’ আর ‘খারাপ স্পর্শ’-এর ব্যাপারেও বুঝিয়ে দিতে হবে৷ আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে৷ সেটা হল- খুবই সরল ভাবে ‘অনুমতি’-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়েও শিশুদের সচেতন করা উচিত৷

advertisement

আরও পড়ুন: বডি ওয়াশ নাকি সাবান? ত্বকের যত্নে কোনটা সব দিক থেকে ভাল? জেনে নিন...

সন্তানের সঙ্গে বন্ধুত্ব:

প্রত্যেক মা-বাবার উচিত সন্তানকে যথেষ্ট সময় দেওয়া এবং তাদের সঙ্গে গল্প করা৷ অনেক সময় গল্পোচ্ছলেই সন্তানদের সচেতনতার পাঠ দেওয়া যায়৷ মনোবিদদের পরামর্শ, যদি শিশুকে অত্যন্ত বিব্রত দেখায়, তা হলে তার সঙ্গে কথা বলা উচিত এবং সে যা বলছে, সেটা মন দিয়ে শুনতে হবে৷ মা-বাবা ও সন্তানের মধ্যে যেন একটা বিশ্বাসের বন্ধন থাকে, যাতে অভিভাবকের কাছে থাকলে সন্তান নিজেকে নিরাপদ বলে মনে করে৷ অভিভাবককেও সহনশীল হতে হবে৷

advertisement

আরও পড়ুন: পুজোর আগে পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপকরণে মাস্ক বানিয়ে হেয়ার স্ট্রেটনিং করুন নিজেই...

দোষারোপ নয়:

বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের যৌন নিগ্রহের ঘটনায় আসল দোষীদের দোষারোপ না করে আক্রান্তদেরই দোষারোপ করা হয়৷ এটা একেবারেই উচিত নয়৷ মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, এমন হলে শিশুরা আতঙ্ক আর লজ্জায় নিজেদের গুটিয়ে নেয়৷ শুধু তা-ই নয়, শিশুদের জীবনে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে৷ ফলে মানসিক রোগের শিকার হয় নিগৃহীতরা৷

advertisement

মনোরোগ বিশেষজ্ঞরা একটি তালিকা বানিয়েছেন, যেখানে কী কী করণীয় এবং কী কী না করা উচিত সেই বিষয়ে আলোচনা করেছেন৷ জেনে নিন, কী করা উচিত আর কোনটা করা উচিত না৷

আরও পড়ুন: দাম্পত্যে সঙ্গমে অনিচ্ছা? যৌনতায় টান কমেছে? দীর্ঘ সমস্যা মিটবে সহজ 'এই' টোটকায়...

*শিশুকে দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে৷

advertisement

*ওরা যখন কোনও কিছু বলবে, তখন বাধা দেওয়া উচিত নয়৷

*শিশুকে বলার জন্য জোর করা অনুচিত৷

*যা হয়েছে, ভুলে যাও - এই ধরনের কথা শিশুকে বলা ঠিক নয়৷

*সন্তানকে শুধুই প্রশ্ন করা (যেমন- এটা কেন, সেটা কেন) থেকে বিরত থাকতে হবে৷

*সন্তান যা বলছে, তা ভাল করে মন দিয়ে শুনতে হবে৷ মাঝখানে আটকালে চলবে না৷

*শিশুদের সঙ্গে সহানুভূতিশীল হতে হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

*শিশুরা যখন কথা বলবে, তখন কোনও রকম বিরক্তি প্রকাশ করা উচিত নয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News|| আপনার সন্তান কি যৌন নিগ্রহের শিকার হচ্ছে? গল্প বলে খেলার ছলেই জানুন মনের কথা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল