Beauty Tips|| বডি ওয়াশ নাকি সাবান? ত্বকের যত্নে কোনটা সব দিক থেকে ভাল? জেনে নিন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Skin Care tips before Durga Puja 2021: জেনে নেওয়া যাক, বডি ওয়াশ নাকি সাবান? কোনটা বেশি সাশ্রয়ী এবং উপকারী৷
*বাজারে আজকাল বডি ওয়াশের (Body Wash) ছড়াছড়ি৷ বহু সাবানের কোম্পানিও বডি ওয়াশ বাজারে এনেছে৷ তা ছাড়া, অনলাইন শপিং সাইটগুলোর দৌলতে আমরা বিভিন্ন রকম রঙ ও গন্ধের বডি ওয়াশের হদিশ পেয়ে থাকি৷ বেশ জনপ্রিয়ও হয়েছে এই বডি ওয়াশ৷ অথচ আগে বডি ওয়াশের এতটাও চল ছিল না৷ মানুষ ভরসা রাখত সাবানের (Soap) উপরেই৷ সেই অভ্যেসটা অনেকেই ভেঙে বেরোতে পারেন না৷ আবার বহু মানুষ আছেন, ইচ্ছে থাকলেও যাঁরা বডি ওয়াশের উপর ভরসা করতে পারেন না৷ প্রচলিত ধারণা রয়েছে, বডি ওয়াশ লাগানোর পর, তা ধুয়ে ফেলতে বেশ সময় লাগে৷ আর জলেরও বেশ অপচয় হয়৷ আদৌ কি এই ধারণা ঠিক? জেনে নেওয়া যাক, বডি ওয়াশনা সাবান- কোনটা বেশি সাশ্রয়ী এবং উপকারী৷ প্রতীকী ছবি।
advertisement
*মূল্য:অনেকেরই ধারণা রয়েছে যে, সাবানের তুলনায় বডি ওয়াশের দাম বেশি৷ যদিও প্রথমে এটাই মনে হওয়ার কথা! কিন্তু আমরা মূল্যের বিচার কি আদৌ এ ভাবে করি? আসলে সাবানের থেকে বডি ওয়াশ অনেক বেশি দিন চলে৷ তা হলে কোনটা বেশি সাশ্রয়ী? এমনিতে আজকাল বাজারে কম দামে বা সস্তায় অনেক বডি ওয়াশ পাওয়া যায়৷ আর স্নানের জন্য বডি ওয়াশ বেশি পরিমাণে লাগে না৷ কয়েনের মতো এক ফোঁটা স্নানের জন্য যথেষ্ট৷ তাই মূল্যের নিরিখে বিচার করতে গেলে বডি ওয়াশই ভাল৷ প্রতীকী ছবি।
advertisement
*সময়: বডি ওয়াশের বিষয়ে একটি প্রচলিত ভুল ধারণা বা মিথ্ রয়েছে৷ সেটা হল- স্নানের সময় বডি ওয়াশ জল দিয়ে ধুতে সাবানের তুলনায় বেশি সময় লাগে৷ তাই অনেকেই অফিসে বা বাইরে বেরোতে দেরি হওয়ার ভয়ে বডি ওয়াশ এড়িয়েই চলেন৷ এটা কিন্তু একেবারেই ভুল৷ কারণ বডি ওয়াশ জল দিয়ে সহজেই ধুয়ে ফেলা যায়৷ আর আমাদের ত্বককে এটা হাইড্রেট করে৷ সঙ্গে ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে বডি ওয়াশ৷ প্রতীকী ছবি।
advertisement
*ফেনা: স্নানের সময় সাবান মাখলে অথবা বডি ওয়াশ লাগালে ফেনা হয়, তার ফলে খুবই রিফ্রেশিং লাগে৷ বডি ওয়াশ ত্বককে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং প্রয়োজনীয় ময়েশ্চারের জোগান দেয়৷ লুফায় অল্প পরিমাণে বডি ওয়াশ নিলেই প্রচুর ফেনা হয়৷ যার ফলে স্নানের পর নিজেকে বেশ সতেজ লাগে৷ যদিও যাঁদের সেনসিটিভ ত্বক, তাঁদের লুফা না-ব্যবহার করাই ভাল৷ প্রতীকী ছবি।
advertisement
*রাখার জায়গা: স্নানের জায়গায় সাবান একটি নির্দিষ্ট পাত্রে রাখতে হয়৷ আর অন্যের ব্যবহার করা সাবান ব্যবহার করা একেবারেই ঠিক নয়৷ সেখানে বডি ওয়াশ এমনিতেই বোতলে পাওয়া যায়৷ একসঙ্গে অনেকে ব্যবহারও করা যায়৷ আর হাইজিন নিয়ে তো ভাবতেই হয় না! আবার বেড়াতে যাওয়ার সময় বডি ওয়াশের বোতল নিয়ে গেলেই হয়৷ কারণ আলাদা করে সাবান নেওয়াটা খুবই ঝামেলার বিষয়৷ প্রতীকী ছবি।
advertisement
*স্নানের ধরন: অনেকেরই ধারণা, একমাত্র শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করলে তবেই বডি ওয়াশ ব্যবহার করা যায়৷ মগ-বালতি দিয়ে স্নানের ক্ষেত্রে বডি ওয়াশ ভাল কাজ দেয় না৷ একেবারেই ভুল ধারণা৷ আসলে আমাদের দেশে বেশির ভাগ মানুষই মগ-বালতিতেই স্নান করতে স্বচ্ছন্দ৷ তাই যে কোনও রকম ভাবে স্নানের ক্ষেত্রে বডি ওয়াশ দারুণ কার্যকর৷ অনেকেই সারা দিনের কাজকর্মের পরে বাড়ি ফিরে স্নান না-করে গা ধুয়ে নেন৷ সে ক্ষেত্রে বডি ওয়াশই বেস্ট৷ কারণ দিনের শেষের ক্লান্তি ধুয়ে একটা আলাদাই সতেজতা এনে দিতে পারে এটি৷ প্রতীকী ছবি।