Hair Care Tips|| পুজোর আগে পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপকরণে মাস্ক বানিয়ে হেয়ার স্ট্রেটনিং করুন নিজেই...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Hair Straightening: স্ট্রেট চুলে জট পড়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না। আবার দেখভাল করাও সে রকম কষ্টসাধ্য নয়। ফলে নতুন প্রজন্ম এখন হেয়ার স্ট্রেটনিংয়ের (Hair Straightening) দিকেই ঝুঁকছে।
#কলকাতা: বিগত কয়েক বছর ধরে পুজোর মেকওভারে স্ট্রেট চুল (Straight Hair) ভীষণ রকম ইন। আসলে স্ট্রেট চুলে জট পড়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না। আবার দেখভাল করাও সে রকম কষ্টসাধ্য নয়। ফলে নতুন প্রজন্ম এখন হেয়ার স্ট্রেটনিংয়ের (Hair Straightening) দিকেই ঝুঁকছে।
কিন্তু সমস্যা হল, স্ট্রেটনিং বেশ খরচসাপেক্ষ বিষয়। আর কিছু দিন যেতে না যেতেই চুল আবার ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করে। ফলে বারবার সালোঁ অথবা পার্লারে গিয়ে গাদাখানেক টাকা খরচ করে চুল স্ট্রেট করতে অনেকেই চান না। আবার অনেকে চুলের জন্য একেবারেই ঝুঁকি নিতে চান না। ফলে স্ট্রেটনিংয়ের যন্ত্র তাঁরা ব্যবহার করতে পছন্দ করেন না। এই সব পরিস্থিতিতে পড়লেও চিন্তা নেই। কারণ ঘরেই রয়েছে মুশকিল আসান! ঘরে বসেই অত্যন্ত কম খরচে করে নেওয়া যায় হেয়ার স্ট্রেটনিং। আসলে এই পদ্ধতির জন্য হেয়ার মাস্ক (Hair Mask) বানাতে হয়, যা তৈরি করতে একেবারেই ঘরোয়া উপাদান ব্যবহার করা হয়। ফলে খরচ তো কম পড়েই, আর চুলের ক্ষতির সম্ভাবনা একদমই থাকে না। তাই জেনে নেওয়া যাক, স্ট্রেট চুলের জন্য কী ভাবে ঘরোয়া মাস্ক বানাতে হবে।
advertisement
স্ট্রেট চুলের জন্য মাস্ক বানানোর উপকরণ:
advertisement
২টো পাকা কলা
২ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ টক দই
পদ্ধতি:
প্রথমে কলা দু'টো ভাল করে চটকে মেখে নিতে হবে। এ বার একটা বড় বাটিতে মেখে নেওয়া কলার সঙ্গে বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর চুলগুলিকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। এ বার ওই মিশ্রণ চুলের প্রত্যেকটি ভাগে সমান ভাবে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি অন্তত আধঘণ্টা চুলে লাগিয়ে রাখার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলা যেতে পারে। এই পদ্ধতি সপ্তাহে অন্তত তিন বার করলে ভাল ফল পাওয়া যাবে।
advertisement
নিয়ম মেনে এই হেয়ার মাস্ক ব্যবহার করলে কিছু দিনের মধ্যে দেখা যাবে, চুল স্ট্রেট হয়ে যাচ্ছে। এই প্রতিটি উপকরণ আমাদের ঘরে সব সময়ই থাকে। শুধু তা-ই নয়, প্রাকৃতিক উপাদানের মাধ্যমে চুল স্ট্রেট করলে কোনও ক্ষতিও হয় না। বরং চুলের জেল্লা আরও কয়েক গুণ বেড়ে যায় এবং চুল মজবুতও থাকে। তাই পুজোর আগে ঘরে হেয়ার মাস্কের সাহায্যে হেয়ার স্ট্রেটনিং ট্রাই করে দেখা যাক?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 6:16 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Care Tips|| পুজোর আগে পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপকরণে মাস্ক বানিয়ে হেয়ার স্ট্রেটনিং করুন নিজেই...