লেবু-
প্রাকৃতিক ব্লিচিং ও এক্সফোলিয়েটিং উপাদান আছে লেবুতে৷ অর্ধেক লেবুর রস সরাসরি দিতে পারেন ঠোঁটে৷ অথবা এক ফালি লেবুর উপর চিনি দিয়ে ঘষতে পারেন ঠোঁটে৷ এর ফলে মৃত কোষ ঝরে গিয়ে ফিরে আসবে ঠোঁটের ঝলমলে ভাব৷ কয়েক সপ্তাহ ধরে রোজ এই টোটকা মেনে চলুন৷ ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে আনে লেবুর রস৷
advertisement
আরও পড়ুন : শীতের টুপিতে পমপম কি শুধুই ফ্যাশন? নাকি এর পিছনে অন্য কারণও আছে?
অলিভ অয়েল-
অর্ধেক চামচ চিনির সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল৷ এই মিশ্রণ দিয়ে রোজ ঠোঁটে মালিশ করুন৷ সেরা ফল পেতে এক সপ্তাহ ধরে এই টোটকা মেনে চলুন৷ চিনি ছাড়া ব্যবহার করতে পারেন শুধু অলিভ অয়েলও৷
আরও পড়ুন : চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা
গোলাপজল-
এক চামচ মধুতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গোলাপজল৷ তার পর ওই মিশ্রণ ঠোঁটে লাগান সারা দিনে দু’ থেকে তিনবার৷ গোলাপের পাপড়ি বেটে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন এক চামচ মাখন বা মধু বা দুধের সর৷ তার পর ওই মিশ্রণ সারা দিনে অন্তত দু’বার ঠোঁটে লাগিয়ে নিন৷
আরও পড়ুন : বিদায়ী বছরে ভারতীয় এই খাবারগুলির চাহিদা বিদেশে ছিল তুঙ্গে
বেদানা-
এক চামচ করে বেদানার রস, বিটের রস ও গাজরের রস মিশিয়ে নিন৷ তার পর ওই মিশ্রণ ঠোঁটে লাগান রোজ অন্তত এক বার৷ দুধের সঙ্গে বেদানার রস মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে৷ এই ঘরোয়া টোটকাগুলির ফলে ধীরে ধীরে আপনার ঠোঁটের স্বাভাবিক রং ফিরবে কালচেভাব দূর হয়ে৷