TRENDING:

Holi 2024: জানেন দোলের দিন কী কী নিয়ম না মানলে ঠাঁই হবে হাজতে? রং খেলার আগে জেনে নিন

Last Updated:

প্রতিবছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: আসন্ন দোল উপলক্ষে শান্তিপুর থানায় পুজো কমিটি এবং প্রশাসনিক সমন্বয় সভায় কড়া সিদ্ধান্ত, মদ্যপান করে বাইক চালালেই শ্রীঘরে! রং খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোনও ছাড় নয়, নেওয়া হবে কঠিন পদক্ষেপ। জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পুজোর বারোয়ারীদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পুজোর বারোয়ারী এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা।
advertisement

আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে সবজি তুললেন তৃণমূল প্রার্থী! পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  

মূলত প্রতিবছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়। যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোযারি এবং ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করল রানাঘাট জেলা পুলিশ। এদিন শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।

advertisement

যাতে গোপাল পুজোরদিন বা দোলের দিন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারী কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন। পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: জানেন দোলের দিন কী কী নিয়ম না মানলে ঠাঁই হবে হাজতে? রং খেলার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল