Lok Sabha 2024: প্রচারে বেরিয়ে সবজি তুললেন তৃণমূল প্রার্থী! পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  

Last Updated:

Lok Sabha 2024: নির্বাচনী প্রচারে বেরিয়ে নয়া রূপে ধরা দিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী মিতালি বাগ। পুরশুড়ায় ভোটের প্রচার করেন তিনি। সেই সময়েই একেবারে পাকা রাঁধুনির মতো একটি পদ রাঁধেন মিতালি।

পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  
পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  
আরামবাগঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে নয়া রূপে ধরা দিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী মিতালি বাগ। পুরশুড়ায় ভোটের প্রচার করেন তিনি। সেই সময়েই একেবারে পাকা রাঁধুনির মতো একটি পদ রাঁধেন মিতালি। তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলি বোঝেন। সেইসঙ্গে, একদল মহিলাকে সবজি তুলতেও সাহায্য করেন।
আরও পড়ুনঃ শনিবার ইডেনে কেকেআর-হায়দরাবাদ ম‍্যাচ! দেখে নিন কোন কোন রাস্তা খোলা বা বন্ধ থাকবে
মিতালি বাগ একটি পদ রান্না করেন। প্রার্থীর এমন আচরণে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও তাঁকে আপন করে নেন। মিতালি বাগ পুরো প্রচারপর্বই সারেন হেঁটে। অত্যন্ত সাদামাটা পরিবারের সন্তান মিতালিকে ছোটবেলাতেই বহু বিপর্যয়ের মুখে পড়তে হয়। তাঁর জীবনের এই অভিজ্ঞতাই তাঁকে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে সাহায্য করে এবং মানুষের আবেগ ও সমস্যা তিনি সহজেই বুঝতে পারেন।
advertisement
এদিকে, বিজেপি আরামবাগ আসন জেতার ব্যাপারে চরম আত্মবিশ্বাসী হলেও এখনও পর্যন্ত মিতালি বাগের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। অন্যদিকে, তৃণমূলের দাবি মিতালি বাগের জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে। হুগলি জেলা সংগঠনের দাবি, তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর ব্যাপারে রাজনৈতিক লড়াই চালাচ্ছেন। কারণ, তাঁরা তাঁকে বিশ্বাস করেন।
advertisement
গত লোকসভা ভোটে এই আরামবাগ থেকে সামান্য ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। কিন্তু ২০২১ সালে আরামবাগ লোকসভার চারটি বিধানসভায় নিরাশাজনক ফল হয়েছিল জোড়াফুলের। এবার যখন ব্রিগেডের জনগর্জন সভায় তৃণমূল প্রার্থীতালিকা ঘোষণা করে, তাতে অপরূপার নাম ছিল না। অবশ্য, দলীয় সাংসদদের অনেককেই এবার টিকিট দেয়নি তৃণমূল। তাঁদের মধ্যে কয়েকজনের ব্যাপারে কোনও সংশয় ছিল না। কেউ কেউ আবার টিকিট না পেয়ে অন্য দলে চলে গিয়েছেন। অপরূপা সে সব কিছু করেননি। প্রচারে নেমে পড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, প্রচারে বেরিয়ে কৃষকদের সঙ্গে মাঠেও নেমে পড়েছেন মিতালী। লাঙ্গল দিচ্ছেন, ঝুড়িতে করে আলু কুড়োচ্ছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha 2024: প্রচারে বেরিয়ে সবজি তুললেন তৃণমূল প্রার্থী! পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement