TRENDING:

Historical Trip: চারিদিকে ফাঁকা, গা ছমছমে জমিদার বাড়ি, মন্দির, রাসমঞ্চ! ঘুরে দেখুন একদিনে, রইল ঠিকানা

Last Updated:

Historical Trip: পাথরাতে এসে বিভিন্ন শিল্পশৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়ত দেখেছেন অনেকবার, তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি, তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির, রাস মঞ্চ দেখলে আপনি অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: মন্দিরে ঘেরা পাথরা। মন্দিরময় এই ইতিহাস ক্ষেত্র সকলে কমবেশি ঘুরে নিয়েছেন। তবে, ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এত সুন্দর জায়গা, যা আপনি আগে কখনওই যাননি। পাথরাতে এসে বিভিন্ন শিল্পশৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়ত দেখেছেন অনেকবার, তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি, তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির, রাস মঞ্চ দেখলে আপনি অবাক হবেন। এখন এই বাড়িতে থাকে না আর কেউই। গোটা জমিদার ভিটে পরিত্যক্ত। বিভিন্ন শিল্প রীতিতে নির্মিত এবং ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি মন্দির এবং জমিদার বসত ভিটের পরিত্যক্ত ভবন এক দিনে ঘুরে দেখার জন্য আদর্শ ডেস্টিনেশন।
advertisement

পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন, মন ভরে ছবি তুলুন, সঙ্গে জানুন জমিদার শাসনের নানা ইতিহাসের কাহিনী। ঘুরতে যেতে কমবেশি সকলেই বেশ পছন্দ করেন। নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই পছন্দের থাকে ভ্রমণপিপাসু বাঙালিদের। তাই দুর্গাপুজোর সময়ে অথবা যে কোনও ছুটির দিনে ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি। কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হলেও ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের সংরক্ষিত একাধিক মন্দির, জমিদার বাড়ি বা কাছারিবাড়ির ধ্বংসাবশেষ আপনি দেখতে পাবেন এখানে। শহরের কোলাহল, দৈনন্দিন ব্যস্ততা ছেড়ে গ্রামীন পরিবেশে চারিদিকে ঘেরা এই জায়গায় এলে মন ভাল হয়ে যাবে আপনার।

advertisement

মেদিনীপুর শহর থেকে অনতি দূরে রয়েছে মন্দিরময় পাথরা গ্রাম। এই গ্রামে বেশ কয়েক’শ বছর আগে শাসন চালাত এই জমিদার পরিবার। তবে সময় যত এগিয়েছে, তত ক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের এই বসতভিটে। বর্তমানে তাদের উত্তর পুরুষেরা এই বাড়িতে থাকেন না। তবে দেখার বলতে রয়েছে, তাদের তৈরি জমিদার বাড়ি, জমিদার বাড়ির দেওয়ালে থাকা বিভিন্ন বিভিন্ন আঁকিবুঁকি। পূর্ব দিকে মুখ করা তিনটি মন্দির, সুদৃশ্য রাসমঞ্চ।

advertisement

আরও পড়ুনঃ পুজোয় ডুয়ার্স যাওয়ার প্ল্যান? বন দফতরের উদ্যোগে দিতে পারবেন অঞ্জলি, মিলবে ভোগও! কোথায়, কীভাবে পাবেন? জানুন

View More

আরও পড়ুনঃ পুজোয় সুন্দরবনের স্বাদ পাবেন পুরুলিয়ায়, হাতে দু’দিন সময় থাকলেই হবে, প্রকৃতি আপনাকে হতাশ করবে না গ্যারান্টি

ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ দ্বারা সংরক্ষিত বন্দ্যোপাধ্যায় পরিবারের তৈরি পূর্ব দিকে মুখ করা তিনটি পঞ্চরত্ন শিব মন্দিরের গঠনশৈলী দেখে আপনি অবাক হবেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই মন্দির গুলোর গঠন রীতি টেরাকোটা আদলে। মন্দিরের সামনে রয়েছে টেরাকোটা নির্মিত দ্বারপাল, মন্দিরের সামনের দিকে টেরাকোটা নির্মিত একাধিক দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবে যারা পুজোর দিনে ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি। নিমেষে মন ভাল হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

পাথরা এসে ঘুরে যান এই জায়গা। কী ভাবে যাবেন? বাসে কিংবা ট্রেনে এলে আপনাকে নামতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ড কিংবা মেদিনীপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি বা অটো ধরে আসা যাবে পাথরা। এছাড়াও ছোট প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছতে পারবেন পাথরা জমিদার বাড়ি। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/fLtSJhGqwD7Wa3Ds6

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Historical Trip: চারিদিকে ফাঁকা, গা ছমছমে জমিদার বাড়ি, মন্দির, রাসমঞ্চ! ঘুরে দেখুন একদিনে, রইল ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল