Dooars Tourism: পুজোয় ডুয়ার্স যাওয়ার প্ল্যান? বন দফতরের উদ্যোগে দিতে পারবেন অঞ্জলি, মিলবে ভোগও! কোথায়, কীভাবে পাবেন? জানুন

Last Updated:

Dooars Tourism: ডুয়ার্সে পুজো ঘুরতে এসে অঞ্জলি-ভোগের জন্য মন খারাপ? আর দুশ্চিন্তা নয়। এবার পুজোয় পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বন দফতরের।

+
পর্যটকদের

পর্যটকদের জন্য বিশেষ উপহার

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সে পুজো ঘুরতে এসে অঞ্জলি-ভোগের জন্য মন খারাপ? আর দুশ্চিন্তা নয়। এবার পুজোয় পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বনদফতরের। শারদোৎসব মানেই বাঙালির ঘর ছেড়ে বেরিয়ে পড়া। পাহাড়, সমুদ্র, কিংবা ডুয়ার্সের সবুজে মাখা বনভূমি, সব জায়গাতেই ভিড় জমে পর্যটকের। কিন্তু যারা পুজোর দিনগুলোতে ডুয়ার্সে বেড়াতে আসেন, তাঁদের একটাই বড় চিন্তা থাকে, অঞ্জলি কোথায় দেবেন? ভোগ-প্রসাদই বা কোথায় মিলবে? এবারে সেই দুশ্চিন্তার সমাধান নিয়ে হাজির হয়েছে বন দফতর।
গরুমারা ও জলদাপাড়ার মতো নামী বনাঞ্চলে প্রতিবছরই পর্যটকের ঢল নামে। এই বছর সেখানে ভ্রমণপিপাসুদের জন্য থাকছে বিশেষ চমক। বনদফতর জানিয়েছে, গরুমারা বনবিভাগের পাশে বিচাভাঙা বড় বনবস্তিতে উমার পুজোর বিশেষ আয়োজন থাকবে। ওই পুজোয় স্থানীয় মানুষজনের পাশাপাশি পর্যটকেরাও অঞ্জলি দিতে পারবেন, ভোগ-প্রসাদও পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভারতের বোটানিস্টরা গবেষণার জন্য ছুটে আসেন ‘এই’ মন্দিরে! কী অমূল্যরতন লুকিয়ে আশপাশে? আপনিও খুঁজলেও পেতে পারেন
শুধু তাই নয়, এই আয়োজনকে ঘিরে ডুয়ার্সের নিজস্ব সংস্কৃতির ছোঁয়াও পাবেন দর্শনার্থীরা। স্থানীয়দের পরিবেশনায় নাচ, গান, লোকসংস্কৃতির নানা রঙে ভরে উঠবে পুজো মণ্ডপ। একদিকে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে পুজোর আনন্দ, এই বিরল মেলবন্ধন ডুয়ার্স ভ্রমণকে দেবে এক নতুন মাত্রা। গরুমারা ডিভিশনের ডিএফও জানিয়েছেন, “পর্যটকদের জন্য আমরা চাইছি যেন পুজোর দিনগুলো শুধু ভ্রমণ নয়, উৎসবের আবহও উপভোগ করতে পারেন। সেই জন্যই অঞ্জলি আর ভোগের ব্যবস্থা রাখা হয়েছে।”
advertisement
ডুয়ার্সে যাঁরা এবারে পুজোর ছুটি কাটাতে যাচ্ছেন, তাঁদের জন্য এ যেন বাড়তি আনন্দ।প্রকৃতির বুকে থেকে দেবী দর্শন, ভোগে অংশ নেওয়া, আবার স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়া— সব মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tourism: পুজোয় ডুয়ার্স যাওয়ার প্ল্যান? বন দফতরের উদ্যোগে দিতে পারবেন অঞ্জলি, মিলবে ভোগও! কোথায়, কীভাবে পাবেন? জানুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement