উল্লেখ্য, মূলত দক্ষিণ ভারত থেকে আদা আসে।গত বছর বন্যার কারণে সেখানে অর্ধেক আদায় নষ্ট হয়ে গেছে। ফলে এ রাজ্যের আমদানিও কমে গেছে। আর সেই সুযোগে কিছু ব্যবসাদার কালোবাজারি করার জন্য আদা মজুত করে রেখেছে। অভিযোগ, ভোট নিয়ে ব্যস্ত থাকায় এই মুহূর্তে প্রশাসনের নজরদারি নেই। অন্যদিকে আসাম এবং মণিপুর থেকে যে আদা আসে তার পরিবহন খরচ অনেক বেশি। তার ওপর এই মুহূর্তে মণিপুর অশান্তিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে আদার দাম।
advertisement
দোকানদাররা এই বিষয়ে জানান, আদা আমদানি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। যার কারণেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। পরিবহণ খরচ করে বেশি টাকা দিয়ে বাইরে থেকে আদা আনতে হচ্ছে। আর নতুন আদা না উঠলে দাম এভাবেই বাড়বে বলে জানিয়েছেন।
অন্যদিকে স্থানীয়দের বক্তব্য এভাবে যদি দাম বৃদ্ধি পায় এবং প্রশাসন যদি নজর না দেয় আমজনতার পকেটে টান পড়বে। ধারাবাহিকভাবে আদার ব্যাপক হারে দাম বাড়ছে বলে জানান।