আকাশ ছুঁয়েছে আদার দাম...! রান্নাঘরের জরুরি উপাদান অগ্নিমূল্য কেন? চমকে দেবে আসল কারণ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ginger Price Hike: আগুন-মূল্য আদা। রান্নাঘরের অন্যতম জরুরি উপাদান আদার দাম ছুঁয়েছে আকাশ। দাম কমার কোনও লক্ষণই নেই, এদিকে সংকটে মধ্যবিত্ত-সহ প্রান্তিক মানুষজন। কারণ, আদা এমন একটা উপাদান, যাকে ছাড়া হেঁশেল একদিনও চলে না। অথচ, তার দাম এখন আগুন ছোঁয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁর কথায়, "উত্তর-পূর্বের রাজ্যগুলির দীর্ঘ ঘুরপথে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে আদা পাঠানোর বদলে সরাসরি বাংলাদেশে আদা পাঠিয়ে দেওয়াটা অনেক সহজ ও সুবিধার। তারা সেটাই করছে। ফলে বাংলাদেশে আদার বিপুল জোগান। তাই এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় বাংলাদেশে আদার দাম ৩০ বা ৪০ টাকার মধ্যে। এদিকে ভারতে এর দাম লাগামের বাইরে।
advertisement
advertisement