TRENDING:

Health Benefits of Hibiscus Flower: হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই

Last Updated:

Health Benefits of Hibiscus Flower: চুলের পাশাপাশি ত্বকের জন্যও জবাফুল খুবই উপকারী৷ যদিও আমরা ভুলতেই বসেছি বহুল প্রচলিত এই ফুলের ভেষজ এবং ব্যবহারিক অন্যান্য দিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক সময় জবাকুসুম তেল (Hibiscus  Oil) ছিল বঙ্গনারীর কেশশোভার রহস্য৷ চুলের পাশাপাশি ত্বকের জন্যও জবাফুল খুবই উপকারী৷ যদিও আমরা ভুলতেই বসেছি বহুল প্রচলিত এই ফুলের ভেষজ এবং ব্যবহারিক অন্যান্য দিক (health benefits of hibiscus flower)৷
advertisement

ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ, অ্যান্টোসায়ানিন, ফ্যাটি অ্যাসিড-সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানে ভরপুর জবাফুল চুলে কেরাটিনের যোগান দেয়৷ ফলে চুল ভঙ্গুর হয় না৷ চুলের ঘনত্ব ঠিক থাকে৷ নতুন চুল জন্মাতে সাহায্য করে৷ চুল মোলায়েমও থাকে জবাফুলের নির্যাসে৷

আরও পড়ুন : এক জিনিসেই জব্দ মধুমেহ ও উচ্চরক্তচাপ? পান করুন জবাফুলের চা

বাজারচলতি শ্যাম্পু চুলের স্বাভাবিক আর্দ্রতা হরণ করে৷ ফলে চুল রুক্ষ হয়ে পড়ে৷ এই সমস্যায় জবাফুল ও পাতা চুলে কন্ডিশনারের কাজ করে৷ নির্জীব চুলে আবার প্রাণ ফিরে আসে৷

advertisement

নতুন চুল জন্মাতে সাহায্য করে বলে যাঁদের চুল পাতলা হতে শুরু করেছে বা ইতিমধ্যেই ইন্দ্রলুপ্ত দেখা গিয়েছে, তাঁরা জবাফুল ব্যবহার করতে পারেন৷ কোনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় এই সমাধান সবার পক্ষেই নিরাপদ৷

আরও পড়ুন : দীপাবলির ভুরিভোজে বদহজমের ভয়? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকা

অ্যান্টি অক্সিড্যান্ট ও ভিটামিন থাকায় জবাফুল কার্যকর মেলানিন যোগানের ক্ষেত্রেও৷ অকালপক্বতা রোধ করে চুলের স্বাভাবিক রং ধরে রাখে জবানির্যাস৷

advertisement

জবাফুল ব্যবহার করতে পারেন ফেসমাস্কের উপকরণ হিসেবেও৷ একে বলা যায় ‘মিরাকল ফ্লাওয়ার’৷ অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে জবাফুলের প্রলেপ আপনার ত্বককে ধুলোবালি, দূষণ, অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়৷

আরও পড়ুন : দীপাবলিতে যেন অনেক ক্ষণ ধরে জ্বলে থাকে প্রদীপের আলো? মেনে চলুন এই নিয়মগুলি

জবাফুল প্রাকৃতিক স্ক্রাবারও৷ ত্বকের মৃত কোষ ঝরিয়ে ঝলমলে রূপ দেয় এই ফুল৷ ত্বক থেকে বয়সের দাগছোপ মুছে গিয়ে ধরা পড়ে উজ্জ্বল প্রাণবন্ত রূপ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রাকৃতিক স্যাপোনিন এবং অর্গানিক অ্যাসিড থাকার ফলে জবাফুল ক্লেঞ্জার হিসেবেও খুব ভাল৷ সব সময় হাতের কাছে তাজা ফুল না পাওয়া গেলেও সমস্যা নেই৷ টাটকা জবাফুল শুকিয়ে নিন৷ তার পর গুঁড়ো করে রেখে দিন৷ সেটাই কাজ করবে ক্লেঞ্জার হিসেবে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Hibiscus Flower: হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল