এ দিকে, চিকিৎসক পরীক্ষা করতেই অবাক হন। কারণ তিনি এতদিন শুনেছিলেন এই রোগের কথা। তবে নিজের কোন দিন এমন রোগী পাননি। এই প্রথম এই ধরণের চোখের সমস্যার রোগীর চিকিৎসা করার সুযোগ পেলেন। প্রথমে এমনটা দেখে চক্ষু চড়কগাছ মহিলার।
আরও পড়ুনঃ দোলে পুরুলিয়া যাচ্ছেন? ঝড়-বৃষ্টিতে প্ল্যান পণ্ড হবে না তো? জানুন পূর্বাভাস
advertisement
ডান চোখের মনির আশেপাশে ঘোরাফেরা করছে জ্যান্ত কৃমি। আলো পড়লে নড়াচড়া শুরু। চোখের সেই ভিডিও দেখে রীতিমতো গা শিউরে ওঠার অবস্থা। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল মহিলার ডান চোখের মনির পাশে রয়েছে একটি আস্ত কৃমি। বুধবার রাতে মালদহ শহরের সর্বমঙ্গলা পল্লি এলাকায় একটি চক্ষু সেবা কেন্দ্রে অস্ত্রোপচার করে মহিলার চোখ থেকে বের করা হয় প্রায় ৫ এমএম লম্বা সেই জ্যান্ত কৃমি।
আরও পড়ুনঃ দোলে ঝড়-বৃষ্টি? নতুন সপ্তাহে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন পূর্বাভাস
চিকিৎসকরা জানিয়েছেন, এটি দুর্লভ ঘটনা। আগে মাঝেমধ্যে এমন ঘটনা দেখা যেত। বর্তমানে এই ঘটনা বিরল। কৃমির জন্য চোখ নষ্ট হয়ে যেতে পারত। এমন কী ব্রেনে পৌঁছে গেলে মৃত্যুর আশঙ্কাও ছিল। অস্ত্রোপচারের পর ভাল আছেন মহিলা। তবে এই ঘটনায় অবাক হয়েছেন পরিবারের লোকেরা। চিকিৎসকদের মতে খালি পায়ে হাঁটলে নাকি অনেক সময় রক্তের মাধ্যমে ডিম্বানু বা কৃমি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। শরীরে আরও কোথাও কৃমি বা ডিম্বাণু রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
চক্ষু চিকিৎসক ডাক্টর ধুর্জটি রায়, ডক্টর রাশি রায় ও ডক্টর সাগ্নিক দাস তিনজনে অস্ত্রোপচার করে বের করেন আস্ত কৃমি। মালদহ জেলার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায় বাড়ি পঞ্চাশোর্ধ ওই মহিলা আকলামা বেওয়ার সোমবার তার চোখে ব্যথা অনুভব করেন ওই মহিলা। এরপর চিকিৎসকের দ্বারস্থ হলে পরীক্ষা করে দেখা যায় তার ডান চোখের রয়েছে আস্ত একটি কৃমি। বুধবার রাতে অস্ত্রোপচার করে বের করা হয় কৃমিটি। এই ধরণের বিরল অস্ত্রপচার করে বিশেষ নজির গড়ল মালদহের বেসরকারি চক্ষু সেবাকেন্দ্র। মহিলার সফল চিকিৎসায় খুশি পরিবারের লোকেরাও।
হরষিত সিংহ