TRENDING:

Adenovirus|| যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে আপনার শিশু, কীভাবে এড়াবেন অ্যাডিনো ভাইরাসের বিপদ

Last Updated:

Adenovirus: অ্যাডিনো ভাইরাস পরীক্ষা করার পরিষেবা। পরিস্থিতি জটিল হলে সম্মেলনী মেডিক্যাল কলেজে পাওয়া যাবে SNCU-এর ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়াঃ চলতি আবহাওয়া পরিবর্তনের সময়কালে রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমবর্দ্ধমান। দক্ষিণের জেলা বাঁকুড়াও তার ব্যতিক্রম নয়। মূলতঃ শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই রোগের লক্ষণ কী? কী করলে বিপদ এড়ানো যাবে বিপদ? বাঁকুড়ার বর্তমান পরিস্থিতি কি? জেনে নিন সরাসরি বাঁকুড়া ডেপুটি CMOH সজল বিশ্বাসের থেকে।
advertisement

অ্যাডিনো ভাইরাস একটি ডিএনএ ভাইরাস। সর্দি-কাশি-হাঁচির মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের দেহে প্রবেশ করে। অ্যাডিনো ভাইরাস সংক্রিমতদের মধ্যে সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলাব্যাথার উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে। প্রবল শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি করা জরুরী।

আরও পড়ুনঃ আপনার বাচ্চাও কি আঙুল চোষে? কারণ জানেন? ৯৯% মানুষই কারণ জানেন না, আপনি?

advertisement

এ বিষয়ে বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ-৩ চিকিৎসক সজল বিশ্বাস বলেন, এই মুহূর্তে মাস্ক পরা জরুরি, অ্যাডিনো ভাইরাস যেহেতু 'ছোঁয়াচে' তাই জ্বর, সর্দির উপসর্গ থাকলে শিশুদের ওই ক'টা দিন স্কুলে না পাঠানোই ভাল। যেহেতু শিশুদেরই এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেশী তাই তাদের ক্ষেত্রে যথাসম্ভব সতর্কতা অবলম্বন জরুরি বলে তিনি জানান।

View More

পরিস্থিতি জটিল হলে একমাত্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাওয়া যাবে SNCU পরিষেবা। এই কারণে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বলে জানান বাঁকুড়ার ডেপুটি CMOH সজল বিশ্বাস। লক্ষণ নিয়ে ভর্তি আছেন ৭০ জন রুগী কিন্তু পরীক্ষা করতে না পারায় বলা যাচ্ছে না রোগের মূল কারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্য টিম ইন্ডিয়া! খেলনা ছেড়ে ব্যাট হাতে জঙ্গলমহলের মেয়েরা
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Adenovirus|| যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে আপনার শিশু, কীভাবে এড়াবেন অ্যাডিনো ভাইরাসের বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল