অ্যাডিনো ভাইরাস একটি ডিএনএ ভাইরাস। সর্দি-কাশি-হাঁচির মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের দেহে প্রবেশ করে। অ্যাডিনো ভাইরাস সংক্রিমতদের মধ্যে সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলাব্যাথার উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে। প্রবল শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি করা জরুরী।
আরও পড়ুনঃ আপনার বাচ্চাও কি আঙুল চোষে? কারণ জানেন? ৯৯% মানুষই কারণ জানেন না, আপনি?
advertisement
এ বিষয়ে বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ-৩ চিকিৎসক সজল বিশ্বাস বলেন, এই মুহূর্তে মাস্ক পরা জরুরি, অ্যাডিনো ভাইরাস যেহেতু 'ছোঁয়াচে' তাই জ্বর, সর্দির উপসর্গ থাকলে শিশুদের ওই ক'টা দিন স্কুলে না পাঠানোই ভাল। যেহেতু শিশুদেরই এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেশী তাই তাদের ক্ষেত্রে যথাসম্ভব সতর্কতা অবলম্বন জরুরি বলে তিনি জানান।
পরিস্থিতি জটিল হলে একমাত্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাওয়া যাবে SNCU পরিষেবা। এই কারণে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বলে জানান বাঁকুড়ার ডেপুটি CMOH সজল বিশ্বাস। লক্ষণ নিয়ে ভর্তি আছেন ৭০ জন রুগী কিন্তু পরীক্ষা করতে না পারায় বলা যাচ্ছে না রোগের মূল কারণ।
Nilanjan Banerjee