TRENDING:

Geographical Identification for Mecha Sandesh: বাঁকুড়ার মেচা সন্দেশের অগ্নিপরীক্ষা! কী রয়েছে এই বিখ্যাত মিষ্টির ভাগ্যে, অপেক্ষায় খাদ্যরসিকরা

Last Updated:

Geographical Identification for Mecha Sandesh: বাঁকুড়ার বেলিয়াতোড়ে আপাতত খুশির হাওয়া লাগলেও এখনো একটি  "যদি" গলায় আটকে আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বেলিয়াতোড়ের বিখ্যাত মেচা সন্দেশের অগ্নিপরীক্ষা! কী রয়েছে মেচা সন্দেশের ভাগ্যে? ছাত্র জীবনে আমরা কম বেশি প্রত্যেকেই পরীক্ষা দিয়ে থাকি। তবে বাঁকুড়ার এই বিখ্যাত মিষ্টিকেও দিতে হচ্ছে পরীক্ষা। তবে কি অবশেষে পেতে চলেছে জি আই অর্থাৎ জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন এর তকমা? বাঁকুড়ার বেলিয়াতোড়ে আপাতত খুশির হাওয়া লাগলেও এখনো একটি  “যদি” গলায় আটকে আছে।
advertisement

যেমনভাবে বিখ্যাত কলকাতার রসগোল্লা, জয়নগরের মোয়া, জনাই এর মনোহরা, শক্তিগড়ের ল্যাংচা তেমনভাবেই বিখ্যাত বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা। আর সেই মেচা-ই সম্প্রতিকালে ইন্ডিজেনাস শিল্পকর্মের হিসাবে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ পেতে চলেছে। তবে একটি  “যদি” এখনও লেগে আছে। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সে জিআই তকমার আবেদন জানিয়েছেন বেলিয়াতোড় এর মেচা ব্যবসায়ীরা। সেই আবেদনের ভিত্তিতে শুরু হয় মাপকাঠিতে মেচাকে রেখে চুলচেরা খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ নজরদারি। এমন দুটি ধাপ ডিঙিয়ে এই সন্দেশ এখন তৃতীয় তথা শেষ ধাপে। তৃতীয় ধাপ পাশ করলেই মিলবে জি আই স্বীকৃতি।

advertisement

বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের পাশে ছোট্ট জনপদ বেলিয়াতোড়। বেলিয়াতোড় এই জন্ম হয়েছিল জগত বিখ্যাত ভাস্কর্য শিল্পী যামিনী রায়ের। এছাড়াও বেলিয়াতোড় একটা অন্য পরিচয় রয়েছে, তা তা হল মেচা সন্দেশের জন্মভূমি। এখানেই প্রায় কুড়িটি পরিবার এই মেচা সন্দেশ তৈরির কাজে ব্যস্ত থাকেন সারা বছর। যেমনভাবে বিখ্যাত কলকাতার রসগোল্লা, জয়নগরের মোয়া, জনাই এর মনোহরা, শক্তিগড়ের ল্যাংচা তেমনভাবেই বিখ্যাত বাঁকুড়ার বেলিয়াতোড় এর মেচা।

advertisement

এলাকার মেচামহল, আসল মেচা, আদি মেচা, নব মেচা মহল সহ প্রায় ৩০ টি দোকানে এই বিখ্যাত মিষ্টি পাওয়া যায়। তবে মেচার জনক কে, সেটা সঠিকভাবে জানা না গেলেও মেচার ইতিহাস যে প্রায় দু’শো বছর পুরাতন তা এক কথায় স্বীকার করে নিয়েছেন প্রত্যেকেই। এই মিষ্টি আজ পর্যটকদের হাত ধরে বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারতের গণ্ডি পেরিয়ে বিমান চড়ে পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায়, দাবি মেচা ব্যবসায়ীদের।

advertisement

মেচা সন্দেশের জিআই মেচা কমিটির সম্পাদক প্রশান্ত মোদক জানান “অনেকদিন ধরেই আমরা মেচার সন্দেশের জিআই ট্যাগের জন্য আবেদন জানিয়েছি। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। দুই ধাপ প্রসেস এগিয়েছে এবং আরও একধাপ পরীক্ষায় উত্তীর্ণ হলে সন্দেশ জিআই তকমা পেয়ে যাবে। জিআই তকমা পেলে বাইরে ম্যাচে সন্দেশ পাঠাতে অনেকটাই সুবিধা হবে আমাদের তাছাড়া বেলিয়াতোড়ে কর্মসংস্থান বাড়বে।”

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Geographical Identification for Mecha Sandesh: বাঁকুড়ার মেচা সন্দেশের অগ্নিপরীক্ষা! কী রয়েছে এই বিখ্যাত মিষ্টির ভাগ্যে, অপেক্ষায় খাদ্যরসিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল