Egg Benefits: ডিমের পুষ্টিগুণ দ্বিগুণ করতে চান? চিকিৎসকের পরামর্শে জেনে নিন ডিমের সঙ্গে খাওয়ার সেরা ৬ খাবারের কম্বিনেশন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Egg Benefits: ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ারহাউস। প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি ও প্রয়োজনীয় মিনারেলে ভরপুর এই খাবারটি সঠিকভাবে খেলে শরীর পায় একাধিক উপকার।
advertisement
1/8

ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ারহাউস। প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি ও প্রয়োজনীয় মিনারেলে ভরপুর এই খাবারটি সঠিকভাবে খেলে শরীর পায় একাধিক উপকার। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, ডিমের সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার একসঙ্গে খেলে তার উপকারিতা আরও বহুগুণে বাড়ে।
advertisement
2/8
জাতীয় সংবাদমাধ‍্যমে, সিকে বিড়লা হাসপাতালের ডায়েটিশিয়ান দীপালি শর্মার জানিয়েছেন ডিমের সঙ্গে কী কী খেলে উপকারিতা দ্বিগুণ হতে পারে।
advertisement
3/8
১. সবজি (বিশেষ করে সবুজ পাতা জাতীয়)পালং শাক, কেল, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম ইত্যাদির সঙ্গে ডিম খেলে ভিটামিন, খনিজ ও ফাইবারের পরিমাণ বাড়ে। পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট আরও ভালোভাবে শোষিত হয়।
advertisement
4/8
২. হোল গ্রেনগমের রুটি, ওটস, কুইনোয়া বা ব্রাউন রাইসের সঙ্গে ডিম খেলে শরীর পায় বেশি শক্তি। এতে হজম প্রক্রিয়া ভাল থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
advertisement
5/8
৩. স্বাস্থ্যকর ফ্যাট (হেলদি ফ্যাট)অ্যাভোকাডো, অলিভ অয়েল, বাদাম বা বিভিন্ন বীজের সঙ্গে ডিম খেলে হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাটের পরিমাণ বাড়ে এবং পুষ্টিগুণ শোষণ আরও উন্নত হয়।
advertisement
6/8
৪. ডেয়ারি বা ফারমেন্টেড খাবারদই বা প্রোবায়োটিক খাবারের সঙ্গে ডিম খেলে হজমশক্তি ভাল হয় এবং শরীর পুষ্টি উপাদান আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে।
advertisement
7/8
৫. ডাল ডাল, ছোলা, রাজমা বা স্প্রাউটসের সঙ্গে ডিম খেলে প্রোটিন ও ফাইবারের ঘাটতি পূরণ হয়। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে।
advertisement
8/8
৬. হার্বস ও মশলাহলুদ, গোলমরিচ, রসুন, ধনেপাতা বা পার্সলের মতো হার্বস ও মসলা ডিমের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের উপকারও যোগ করে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg Benefits: ডিমের পুষ্টিগুণ দ্বিগুণ করতে চান? চিকিৎসকের পরামর্শে জেনে নিন ডিমের সঙ্গে খাওয়ার সেরা ৬ খাবারের কম্বিনেশন