TRENDING:

East Bardhaman News: ডেঙ্গির সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে অজানা জ্বর‌ও! মৃত‍্যু ‌এক রোগীর, লক্ষণ কী?

Last Updated:

পূর্ব বর্ধমানের এই হাসপাতালে এদিন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর। যে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বঙ্গে বর্ষা শুরু হতেই বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই সামনে আসছে নানা রোগে আক্রান্ত হওয়ার কথা।পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা মহকুমা হাসপাতালে প্রতিদিন ক্রমেই বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। যার জেরে বাড়ছে আতঙ্কও। পূর্ব বর্ধমানের এই হাসপাতালে এদিন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর। যে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা।
advertisement

বর্তমানে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আছেন মোট ৬০ জন রোগী। যাদের মধ্যে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এখানে। আচমকা রোগী ভর্তি সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি সামাল দিতে একই বেডে দুজন করে পেশেন্ট রাখতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

কালনা মহকুমা হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন কালনার কৃষ্ণদেবপুর এলাকার বছর ২৪ এর দেবকুমার ঢালী। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মৃত দেব কুমার ঢালীর ডেঙ্গু ও ম্যালেরিয়া দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

advertisement

সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, “বেড সংখ্যা কম রয়েছে তা নয়। বেড সংখ্যা আমরা আগের থেকে বাড়িয়েছি। আগে পুরুষ-মহিলা মিলিয়ে ১৪০ টা বেড ছিল। এখন সেটা বাড়িয়ে ১৮০ টা করেছি । জ্বরের জন্য আলাদা করে ওয়ার্ড খুলেছি। জ্বরের পেশেন্ট বাড়ছে তাই বেড নিয়ে একটু সমস্যা হচ্ছে এখন ।সব ডেঙ্গু নয়।, এই মুহূর্তে তিনটে ডেঙ্গু পেশেন্ট আমাদের কাছে ভর্তি আছে ।”

advertisement

আরও পড়ুন: ব্লাড সুগারের সাক্ষাৎ যম এই ফল! সস্তায় কিনে আনুন বাজার থেকে

অপর দিকে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগী জানিয়েছে হঠাৎ করেই তাঁর জ্বর আসে, মাথা যন্ত্রণা শুরু হয় এবং বমি পায়। তার পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কালনা মহকুমা হাসপাতাল সবদিক থেকেই প্রস্তুত রয়েছে এবং এখনও পর্যন্ত সমস্ত রকম পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
East Bardhaman News: ডেঙ্গির সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে অজানা জ্বর‌ও! মৃত‍্যু ‌এক রোগীর, লক্ষণ কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল