TRENDING:

Health benefits of Ghee : ওজন কমাতে রোজ ভাতের পাতে চাই এক চামচ ঘি!

Last Updated:

Benefits of Ghee: পুষ্টিগুণের আধার এই স্বাদকে বলা হয় ‘তরল সোনা’-ও৷ খাবার পাতে নিয়মিত এক চামচ করে খাঁটি ঘি থাকলে, তার উপকারিতা অপরিমেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বাদে গন্ধে অসামান্য হলেও বাঙালির কাছে ঘি খুব একটা স্বাস্থ্যসম্মত নয়৷ বরং আমাদের কাছে এই খাবার বেশ ক্ষতিকর হিসেবেই পরিচিত৷ আমরা স্বাস্থ্যের জন্য অনেক বেশি নির্ভর করি মাখন এবং সাদা তেলের উপর৷ কিন্তু ভুলেই যাই আয়ুর্বেদ শাস্ত্রে ঘি অত্যন্ত উপযোগী (Ghee in Ayurveda)৷ বিশেষ করে পুরনো ঘি অনেক ক্ষেত্রেই আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্রে ওষুধ তৈরিতে কাজে লাগে৷ ভারতীয় স্বাদের খাঁটি গাওয়া ঘি পরিচিত আন্তর্জাতিক মহলেও৷ পুষ্টিগুণের আধার এই স্বাদকে বলা হয় ‘তরল সোনা’-ও৷ খাবার পাতে নিয়মিত এক চামচ করে খাঁটি ঘি থাকলে, তার উপকারিতা অপরিমেয় (Benefits of Ghee)৷
advertisement

রোগ প্রতিরোধ ক্ষমতা

স্নেহপদার্থকে বিনষ্ট করা ভিটামিন ডি, কে, ই এবং এ-তে সমৃদ্ধ ঘি বাড়িয়ে তোলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা৷ পাশাপাশি ঘিয়ে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য৷ ফলে ফ্লু, সর্দিকাশির জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে৷

আরও পড়ুন : ফিল্টার্ড কফি ও ইনস্ট্যান্ট কফির মধ্যে পার্থক্য কী? সুস্বাদু কফি তৈরির রহস্য কী?

advertisement

হজমশক্তি বৃদ্ধি

ঘিয়ে আছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড৷ ফলে আপনার পরিপাক ক্রিয়াকে প্রভাবিত করে ঘি৷ বাড়িয়ে তোলে হজমশক্তি৷ ঘিয়ে থাকা স্যাচিওরেটেড স্বাস্থ্যকর স্নেহপদার্থ সংক্রমণ রোগে বিরুদ্ধে কার্যকর৷ কোষ, তন্তুকে রক্ষা করে স্যাচিওরেটেড ফ্যাট৷ সকালে খালি পেটে ঘি খেলে শরীরে অসুখ থেকে সেরে ওঠার প্রবণতা দ্রুত হয়৷

উজ্জ্বল ত্বক

advertisement

অ্যান্টি অক্সিড্যান্টে ভরা, অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য-সহ ঘি মসৃণ রাখে ত্বককে৷ কমায় ইনফ্লেম্যাশন, পিগমেন্টেশনের সমস্যা৷ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়৷ ত্বক ও চুলের স্বাভাবিক আর্দ্রতার পরশ হিসেবে কাজ করে ঘি৷

আরও পড়ুন : ছিপছিপে এবং রোগমুক্ত শরীর চান? নিয়মিত ছাতু খান

ওজন হ্রাস-

advertisement

আয়ু্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘সুপারফুড’৷ এনার্জি যোগান দেওয়ার ক্ষেত্রেও ঘি জুড়িহীন৷ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ঘিয়ে থাকায় শরীরের ‘লিন মাস’ (lean mass) বৃদ্ধি পায়৷ কমে যায় ‘ফ্যাট মাস’ (fat mass)৷ ফলে ওজন হ্রাস করার ক্ষেত্রে ঘি খুবই উপকারী৷

আরও পড়ুন : রান্নার পর একটু আধটু সব্জি বেঁচে গিয়েছে? ফেলে না দিয়ে তৈরি করুন শীতের আদর্শ উপকারী পানীয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়াও আয়ুর্বেদশাস্ত্র মতে, শীতকালে শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখার জন্য ঘি অত্যাবশ্যক৷ সেইসঙ্গে হৃদযন্ত্র ভাল রাখতে, দৃষ্টিশক্তি স্বচ্ছ রাখতে, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং ক্যানসারের মতো জটিল অসুখের আশঙ্কা কমাতে ঘি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদশাস্ত্রে৷ তবে মনে রাখতে হবে উপকারিতা পেতে হলে সেই ঘি বাড়িতে তৈরি খাঁটি গাওয়া ঘি হওয়া বাঞ্ছনীয় এবং অন্যতম শর্ত৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of Ghee : ওজন কমাতে রোজ ভাতের পাতে চাই এক চামচ ঘি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল