সঙ্গীতার টিপস, নারকেল তেলের সঙ্গেই লেবুর রস, আধকাপ দই এবং একটি আস্ত ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।মিশ্রণটি আঙুলের সাহায্যে পুরো চুলের গোড়ায় লাগান।এরপর হালকা গরম জলে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
রয়েছে আরও একটি রূপটান। সঙ্গীতার কথায়, লম্বা ঘন চুল পেতে ডিমের সাদা অংশ, পাকা কলা ও কমলার রস মিশিয়ে সপ্তাহে একদিন করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগালে চুল সতেজ ও সুন্দর থাকে।এছাড়াও চুল ভাল রাখতে প্রতিদিন গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে ১৫ মিনিট রেখে এর পর চুলে শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক গুলোতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। ফলে চুল দ্রুত বাড়ে।চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করুন ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 1:26 PM IST