এই পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য মাটির প্রয়োজন হয় না। হাইড্রোপনিক্স পদ্ধতিতে মাটি ছাড়া জল অথবা মাটিবিহীন সাবস্ট্রেটে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহের মাধমে সবজি উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে গাছ বড়ো পাইপের মাধ্যে শুধুমাত্র তার শিকড় দিয়ে পুষ্টি সমৃদ্ধ দ্রবণে অথবা বিভিন্ন জৈব, অজৈব পদার্থ কোকোপিট, পিটমস ইত্যাদিতে জন্মায়। এই বিশেষ পদ্ধতিতে এলাকার কৃষকদের চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে।
advertisement
বিশেষ পদ্ধতিতে ফসল জন্মানোর সম্ভবত এটিই অন্যতম নিবিড় পদ্ধতি, যেখানে জল, গাছের পুষ্টি উপাদান ও স্থানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। দ্রুত বর্ধনশীল ও উচ্চমূল্যের ফসল যেমন- লেটুস, টমেটো ক্যাপসিকাম, মেলন, শশা, বিভিন্ন ধরনের পাতা জাতীয় সবজি ও হার্ব এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ সফলতার সঙ্গে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব।
Julfikar Molla