ব্যস্ত সময়ে মনের ইচ্ছা থাকলেও অনেকে সময়ের অভাবে ছাদ বাগান বা বাড়ির ফাঁকা জায়গায় বাগান করতে পারেন না। এইবার তাঁদের জন্য মুশকিল আসান করল হাওড়ার এক নার্সারি। যেখানে কিছু টাকা খরচ করলেই মিলবে বাড়ি গিয়ে ফুল, ফল, সবজি গাছ দিয়ে সুন্দর করে বাগান তৈরী করে দেওয়ার স্বপ্ন। এমনই দিশা দেখাল হওড়ার এই নার্সারি। শুধু বাগান সাজিয়ে দিয়ে আসাই নয়, টাকা দিলে মিলবে পরবর্তী সময়ে গাছ রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও। এমনটাই জানালেন হাওড়ার এই নার্সারির মালিক শেখ নাজিম।
advertisement
১০০ স্কোয়ার ফিট জায়গায় বাগান সাজিয়ে দিয়ে আসার আনুমানিক খরচা ১০হাজার টাকা। স্কোয়ার ফিট অনুযায়ী বাড়বে বাগান সাজানোর খরচা। কোন গাছের কোন টব লাগবে,কেমন মাটি লাগবে, কতটা জল, কতটাই বা সার লাগবে সেই অনুযায়ী ফল, ফুল, সবজি গাছ দিয়ে পুরো জায়গা সাজিয়ে দেওয়া হয়। এমনকি বাগান করে দিয়ে আসার পর তা রক্ষণাবেক্ষণের জন্য মাসে ২-৩ দিন গিয়ে তাও করে দিয়ে আসবে এই নার্সারি। এমনকি বাড়িতে গাছের যত্ন যাতে ঠিকমতো হয় তার জন্য মালিরও সুবন্দোবস্থ রয়েছে এই নার্সারীর তরফ থেকে।
আরও পড়ুনঃ GK: ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কোনটি আপনি জানেন? একবারে উচ্চারণ করতে ব্যর্থ ৯৯ শতাংশ
এমনকি গাছ মরে গেলে তার পরিবর্তে নতুন গাছ লাগিয়ে দিয়ে আসার দায়িত্বও এদের। শুধু তাই নয় ছাদে বাগানের জন্য এতে ছাদের কোনও ক্ষতি হবে না বলেও জানালেন তিনি। বর্তমানে ফল এবং ফুল গাছের বেশি চাহিদা রয়েছে। যেখানে বাড়ির ছাদে অথবা ফাঁকা জায়গায় আপনার বাগান তৈরির স্বপ্ন হতে চলেছে পূরণ।
রাকেশ মাইতি





