TRENDING:

Skin Care for Men : বাড়িতেই করুন ফ্রুট ফেশিয়াল, নিউ ইয়ার্স ইভের পার্টিতে আপনিই হবেন সুন্দরীদের আকর্ষণের মধ্যমণি

Last Updated:

কীভাবে বাড়িতে ফেশিয়াল করবেন, তার জন্য রইল পর পর কিছু পদক্ষেপ (steps for fruit facial for men at home)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘লেডিস বিউটি পার্লারের’ বদলে কলকাতায় এখন ‘ইউনিসেক্স সালোঁ’-র সংখ্যা অনেক বেশি৷ কারণ মেয়েদের পাশাপাশি ছেলেরাও পাল্লা দিয়ে নিজেদের চেহারার সৌন্দর্যের প্রতি যত্নশীল (skincare for men)৷ তাঁরাও নিয়মিত পার্লারে যান ত্বক ও চুলের যত্ন নিতে৷ বাড়িতেও তাঁরা অনুসরণ করেন বিভিন্ন রপটান৷ যদি পার্লারে যাওয়ার সময় হাতে না থাকে, বাড়িতেই করে নিন ফেশিয়াল৷ তার পর ঝলমল করুন বড়দিন বা নতুন বছরের পার্টিতে৷ কীভাবে বাড়িতে ফেশিয়াল করবেন, তার জন্য রইল পর পর কিছু পদক্ষেপ (steps for fruit facial for men at home)৷
advertisement

মুখ ধুয়ে পরিষ্কার করে নিন-

কাঁচা দুধ নিন দু’ চামচ৷ তার পর সারা মুখে সেটি মাখুন ভাল করে৷ দু’ মিনিট পর তুলো দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন৷ এর পর জল দিয়ে মুধ ধুয়ে ফেলুন৷

আরও পড়ুন : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার

advertisement

স্ক্রাবিং-

মুখ পরিষ্কার করার পর এ বার স্ক্রাবিংয়ের পালা৷ দুই তৃতীয়াংশ লেবুর খোসা নিন৷ তার পর মিক্সিতে পিষে একটা মিশ্রণ তৈরি করুন৷ হাফ চামচ করে গোলাপজল এবং ওটমিল মেশান ওই মিশ্রণে৷ এ বার ওই মিশ্রণ মুখে লাগিয়ে দু’-তিন বার বৃত্তাকার ভঙ্গিমায় স্ক্রাব করুন৷ তার পর ধুয়ে ফেলুন৷

আরও পড়ুন : চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস

advertisement

ফেস লিফ্টিং-

এর পরবর্তী ধাপ ফেস লিফ্টিং৷ তার জন্য নিন অর্ধেক চামচ মধু৷ কয়েক ফোঁটা জল মেশান তাতে৷ এই মিশ্রণ দিয়ে মুখ মালিশ করুন পাঁচ মিনিট ধরে৷ তার পর মুখ ভাল করে ধুয়ে নিন৷

আরও পড়ুন : সন্তানকে বাড়িতে একা রেখে কাজে যেতে হচ্ছে? মানসিক উদ্বেগ দূর করতে মেনে চলুন কিছু বিষয়

advertisement

বাষ্পের পরশ-

সব কিছুর শেষ ধাপে থাকছে বাষ্প বা স্টিম৷ তার জন্য একটি পাত্রে জল গরম করে সেই স্পর্শ নিন মুখে৷ এর পর হাল্কা হাতের ছোঁয়ায় ব্ল্যাকহেড ও হোয়াইট হেড তুলে ফেলুন ওপেন পোরস থেকে৷

ফ্রুট ফেশিয়াল-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ত্বকের যত্নের শেষ ধাপে থাকছে ফ্রুট ফেশিয়াল৷ তার জন্য আপনি পছন্দ করে নিতে পারেন স্ট্রবেরি, পেঁপে অথবা কলা৷ এই ফলগুলির যে কোনও একটাকে মিক্সিতে পিষে নিন৷ তার সঙ্গে কোকোয়া পাউডার ও মধু মিশিয়ে তৈরি করুন প্যাক৷ এই নিশ্রণ মুখে লাগিয়ে মালিশ করুন৷ তার পর ধুয়ে ফেলুন ভাল করে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care for Men : বাড়িতেই করুন ফ্রুট ফেশিয়াল, নিউ ইয়ার্স ইভের পার্টিতে আপনিই হবেন সুন্দরীদের আকর্ষণের মধ্যমণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল