আরও পড়ুন : সামান্থা রুথ প্রভুর রূপ, সৌন্দর্য ও ফিটনেসের রহস্য এই খাবার
তিরুঅনন্তপুরমে কট্টক্কড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল বিষধর কোবরা৷ সেখানেই সর্প-উদ্ধার পর্বের কেন্দ্রে ছিলেন রোশিনী৷ ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে রোশিনী সাপটির লেজ ধরে আছেন৷ তার পর মুহূর্তের জন্য সাপ তার দিকে ঘোরে৷ এর পর অতি সহজে খালি হাতে শুধুমাত্র একটা বিশেষ আঁকশি, বা সাপ ধরার জন্য বিশেষ হুকের সাহায্যে বস্তাবন্দি করে ফেলেন বিষধরকে৷ তার পর কিছুদূরে থাকা অপেক্ষমাণ জটলার দিকে ঘোরেন রোশিনী, যেন কিছুই হয়নি!
advertisement
আরও পড়ুন : চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে
অনলাইনে শেয়ার হওয়ার থেকে রোমহর্ষক ভিডিও ঘিরে হৈ চৈ পড়ে গিয়েছে৷ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুধা রমেন ভিডিওটি শেয়ার করেছেন অনলাইনে৷ বন দফতরে মহিলা আধিকারিকরা কত দক্ষতার সঙ্গে কাজ করছেন, সে কথা উল্লেখ করেন তিনি৷ ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘‘একজন সাহসী বনকর্মী রোশিনী কট্টকড়া এলাকায় বসতি এলাকা থেকে সাপটিকে উদ্ধার করেছেন৷ সাপ ধরার ক্ষেত্রে তিনি প্রশিক্ষিত৷ সারা দেশে বন দফতরে মহিলা কর্মীদের সংখ্যা ভাল হারে বৃদ্ধি পাচ্ছে৷’’
আরও পড়ুন : এক টুকরো মিছরি দূরে রাখে রক্তাল্পতা, সাইনাসের যন্ত্রণা, মুখের দুর্গন্ধ-সহ একাধিক সমস্যাকে
কিছু দিনের মধ্যেই অনলাইনে ভিডিওটির দর্শনসংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪৫ হাজার৷ অসংখ্য ট্যুইটারেত্তি রোশিনীকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অনায়াস দক্ষতার জন্য৷