উজ্জ্বল রং-
কালো বাদে অন্য উজ্জ্বল রং বেছে নিন৷ তাহলে অতটা রোগা লাগবে না৷
এড়িয়ে চলুন চাপা পোশাক-
চাপা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করুন৷ বেশি চাপা পোশাক পরলে আপনাকে আরও রোগা লাগবে৷
আরও পড়ুন : গরমকালে ওজন নিয়ন্ত্রণে রাখুন এই পানীয়গুলির গুণে
মোটা ফ্যাব্রিক বাছুন-
advertisement
সব সময় মোটা কাপড়ের বা ফ্যাব্রিকের পোশাক পরুন৷ এতে আপনার শরীর কার্ভি লাগবে, রোগা নয়৷
আরও পড়ুন : এই নিয়মগুলি মেনে দোলে রং খেলুন, রেহাই পাবে ত্বক ও চুল
উল্লম্ব স্ট্রাইপের পোশাক বাছুন-
যখনই স্ট্রাইপ দেওয়া পোশাক পরবেন, সব সময় হরাজন্টালের বদলে ভার্টিকাল স্ট্রাইপস বেছে নিন৷ তাতে আপনাকে রোগা লাগবে৷
আরও পড়ুন : হৃদরোগ এড়িয়ে সুস্থ থাকতে চান? রাঁধুন চিনেবাদামের তেলে
ফ্লেয়ার্ড স্কার্ট পরুন-
পেন্সিল স্কার্টের বদলে সব সময় ফ্লেয়ার্ড স্কার্ট বেছে নিন
সব সময় প্রিন্টেড কাপড়ের পোশাক পরুন৷ জংলা ছাপের টপ পরুন৷ তাহলে চেহারা অনেক বেশি কার্ভি মনে হবে৷