বহরমপুর শহরে বেসরকারি উদ্যোগে এবার আয়োজিত হয় ফ্যাশন শো। যার নাম ছিল দ্যা বেঙ্গল আইকন ষ্টার সিজন 3। উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। বহরমপুর শহরের একটি বেসরকারি হোটেলে ফ্যাশন শো দেখতে ভিড় জমান আট থেকে আশি সব বয়সের মানুষজন। বহরমপুরে শহরে ছোট্ট শিশু থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এই ফ্যাশন শো আয়োজন করা হয় মুলত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
জানা গিয়েছে, বিগত দু’বছর ধরে এই ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে বহরমপুরে। তবে এবছর ৪০জন প্রতিযোগী নিয়ে আয়োজন করা হয়, যা তৃতীয় তম বর্ষে পদার্পণ করেছে। মোট পাঁচটা গ্রুপ নিয়ে ফ্যাশন শো চলে। সেখানে শিশু, যুবতী এমনকি তৃতীয় লিঙ্গের মানুষরাও ছিলেন ফ্যাশন শোতে।
মূলত এই ফ্যাশন শোতে শিশুদের গুটি গুটি পায়ে বিভিন্ন ড্রেস পড়ে মানুষের মন জয় করে ব়্যাম্পে পা মেলান। আর তারপরেই আকর্ষণ ছিল তৃতীয় লিঙ্গের এই ফ্যাশন শো। বর্তমানে অনেকেই তাদের কে অবহেলা করলেও তারা যে সমাজে অবহেলিত নয়, তা বারবার প্রমাণ করেছেন। ফলে এই ফ্যাশন শোর মধ্যে দিয়েই নতুন উদ্যম খুঁজে পাওয়ার চেষ্টা করেন তারা।
কৌশিক অধিকারী