TRENDING:

Eyebrows Problem: ভুরুতেও হয় ‘হেয়ারফল’, আসে অকালপক্বতা, জেনে নিন আপনার ভ্রু নিয়ে কাজের কথা

Last Updated:

Eyebrows Problem:যে পদ্ধতিতেই ভুরুর আকার ঠিক রাখুন না কেন, এর যত্নের জন্য কিছু কথা আপনাকে জানতেই হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মূলত দু’টি ভূমিকা পালন করে ভুরু৷ চোখ থেকে আর্দ্রতাকে দূরে রাখা এবং মনের ভাব প্রকাশ করা ৷ ওয়্যাক্সিং, থ্রেডিং, প্লাকিং যে পদ্ধতিতেই ভুরুর আকার ঠিক রাখুন না কেন, এর যত্নের জন্য কিছু কথা আপনাকে জানতেই হবে৷
Eyebrows Problem
Eyebrows Problem
advertisement

চোখকে রক্ষা

শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়৷ পরিবেশগত নানা সমস্যা থেকেও চোখজোড়াকে রক্ষা করে ভুরু৷ কপাল বেয়ে নেমে আসা ঘাম আটকে যায় ভুরুতেই৷ এই আর্দ্রতাকে দূরে রেখে আপনার চোখজোড়াকে সুরক্ষিত রাখে ভুরু ৷ এছাড়া ক্ষতিকর ধুলোবালিকেও চোখে ঢোকার আগেই আটকে দেয় ভুরু৷

আবেগের প্রতিচ্ছবি

ভুরুর মাধ্যমে ফুটে আপনার মনের ভাবও৷ শরীরী ভাষার ক্ষেত্রে মনের ভাষা ও আবেগ ফুটিয়ে তুলতে ভুরুর জুড়ি নেই৷

advertisement

আরও পড়ুন : এই ভুলগুলির জন্য পণ্ড হতে পারে সঙ্গমসুখ, মহিলারা মনে রাখুন

ভুরুতেও পক্বতা

চুলের মতো বয়স বাড়লে ভুরুও কিন্তু সাদা হয়ে যায়৷ তবে চুলের তুলনায় দেরিতে সাদা হতে শুরু করে ভুরু জোড়া ৷ যদি সময়ের আগেই ভুরু সাদা হতে শুরু করে তাহলে ডায়েটে ভিটামিন ই অনেক বেশি রাখতে হবে৷

advertisement

মুখের গঠন ও রূপ নির্ধারণ করে ভুরু

একজনের মুখমণ্ডলের চেহারা কেমন হবে, তা নির্ভর করে ভুরু উপরেই৷ চোখে সঙ্গে ভুরুই কোনও নির্দিষ্ট ব্যক্তির পরিচয় ঠিক করে দেয়৷ ভুরুর আকার, ঘনত্ব, রঙের উপর অনেকটাই নির্ভর করে আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্য৷

আরও পড়ুন :  বর্ষায় মুঠো মুঠো চুল ঝরছে? এর মধ্যে যে কোনও একটি তেল মাখলে চুল পড়া বন্ধ হবেই

advertisement

ভুরুর গঠন

এক এক জন ব্যক্তির একটি ভুরুতে গড়ে ২৫০ টি করে রোম থাকে৷ রোমের ঘনত্ব, দৈর্ঘ্য পাল্টে যায় ব্যক্তি বিশেষে

আরও পড়ুন :  দাম্পত্য সুখের হয় পরকীয়ার গুণে? এও কি সম্ভব?

ভুরুর ঝরে পড়া

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

চুলের মতোই ঝরে পড়ে ভুরুর রোমও৷ এক জন ব্যক্তির গড়ে সারা দিনে ১০ টি অবধি ভুরুর রোম পড়ে যেতে পারে৷ এটা খুব সাধারণ ঘটনা৷ হরমোনাল পরিবর্তন, ত্বকের সমস্যা, পুষ্টির অভাব থাকলে এর থেকেও বেশি হতে পারে আইব্রো হেয়ারফল৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyebrows Problem: ভুরুতেও হয় ‘হেয়ারফল’, আসে অকালপক্বতা, জেনে নিন আপনার ভ্রু নিয়ে কাজের কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল